এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে আগামী ৪ নভেম্বর সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ওপেন হাউজ প্রোগ্রাম। বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য উন্মুক্ত এই প্রোগ্রামে থাকবে বিশ্ববিদ্যালয় সম্পর্কে খুঁটিনাটি তথ্য সংগ্রহের সুযোগ। প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রুবানা হক এবং মোটিভেশনাল বক্তা গোলাম সামদানী ডন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের নতুন বিভাগ বায়োকেমিস্ট্রি, বায়োফিজিক্স ও মাইক্রোবায়োলজি এবং হিউম্যানিটিজ চালু করার ঘোষণাও দেয়া হবে। দিনব্যাপী এই ওপেন হাউজ প্রোগ্রামে একজন সম্ভাব্য শিক্ষার্থী এবং তাদের পরিবারকে বিশ্ববিদ্যালয়, অন্তর্গত অনুষদ এবং বিষয়সমূহ সম্পর্কে ধারণা, ক্যাম্পাস পরিদর্শনের সুযোগ, অধ্যাপক এবং শিক্ষকমণ্ডলীর সাথে সরাসরি যোগাযোগ, শিক্ষার্থীদের আবাসন, আর্থিক সহায়তাসহ আরও অসংখ্য সুযোগসুবিধা সম্পর্কে একটি পুঙ্খানুপুঙ্খ ধারণা প্রদান করা হয় ওপেন হাউজে। ওপেন হাউজ প্রোগ্রামে অংশ নিতে admissions@auw.edu.bd এই ঠিকানায় ইমেইল করুন অথবা ০১৯২৬৬৭৩০১৬ এই নাম্বারে সরাসরি যোগাযোগ করা যাবে। প্রেস বিজ্ঞপ্তি।