এলো রমজান

সৈয়দ খালেদুল আনোয়ার | সোমবার , ৪ এপ্রিল, ২০২২ at ৬:৩৩ পূর্বাহ্ণ

খোদার দাওয়াত নিয়ে
এলো রমজান
আনন্দে এই মন
করে আনচান।

খোদার করুণা-দ্বার
আজ সব খোলা
পূত এক অনুভূতি
মনে দেয় দোলা।

বান্দার জীবনের
যতো পাপ তাপ
সিয়ামের বরকতে
হয়ে যাবে সাফ।

আজ সব শয়তান
শৃঙ্খলে বাঁধা
নব জীবনের সুর
চলে তাই সাধা।

রমজান হয়ে এলো
নাজাতের নাও
খোশ দিলে তাকে খোশ-
আমদেদ দাও।

পূর্ববর্তী নিবন্ধসবাইকে নিজের মতো করে নিজের পরিস্থিতি সামাল দিতে হয়
পরবর্তী নিবন্ধরবিঠাকুরের জীবনে ‘ছুটি’