খোদার দাওয়াত নিয়ে
এলো রমজান
আনন্দে এই মন
করে আনচান।
খোদার করুণা-দ্বার
আজ সব খোলা
পূত এক অনুভূতি
মনে দেয় দোলা।
বান্দার জীবনের
যতো পাপ তাপ
সিয়ামের বরকতে
হয়ে যাবে সাফ।
আজ সব শয়তান
শৃঙ্খলে বাঁধা
নব জীবনের সুর
চলে তাই সাধা।
রমজান হয়ে এলো
নাজাতের নাও
খোশ দিলে তাকে খোশ-
আমদেদ দাও।