বসন্তকে বিদায় দিয়ে
এলো পহেলা বৈশাখ।
রোদ ঝলমল ভোরের আলো
মেঘ সরিয়ে দীপ্তি জ্বালো।
নতুন বছর নতুন দিনের
শোনায় আগমনী,
নতুন সূর্য নতুন দিনের
বার্তা দিল আনি।
দুঃখ গ্লানি ঘুচে গিয়ে
আসবে সুখের দিন,
এই ভরসায় বর্ষবরণ
বাঙালির স্বপ্ন রঙিন।
ইলিশ পান্তায় ভোগ বিলাসী
শাড়ি পাঞ্জাবিতে সাজ,
ঢাক ঢোলের বাংলা গানে
নেচে গেয়ে কাটবে আজ।
পুরনো সব হতাশা
আর দুঃখ অবসাদ
নতুন বছর সব জীর্ণ
করুক ধূলিস্যাৎ।
নতুন করে আবার তবে
চলি নতুন পথে,
পুরাতনের স্মৃতিটুকু
থাকুক না হয় সাথে।
কষ্ট যত আছে মনে
আজ না করুক স্পর্শ,
এলো আজ বাংলার ঘরে
দুঃখ গ্লানি মুচে দিয়ে
বাংলা নববর্ষ।
বৈশাখের মুগ্ধ সাজে
আনো প্রলয়ের শাঁখ,
বছর ঘুরে এলো আবার
পহেলা বৈশাখ।