এলো বছর ঘুরে

নার্গিস আক্তার | বুধবার , ১৯ নভেম্বর, ২০২৫ at ১১:২৫ পূর্বাহ্ণ

হেমন্ত এলো বছর ঘুরে

নবান্নের গান গেয়ে

আরশি পড়শী সবার ঘরে

ধুম পড়েছে ধেয়ে।

নতুন ধানের চিড়া কুটে

পল্লী গাঁয়ের মেয়ে

নতুন ধানের মুড়ি ভাঁজে

প্রতি ঘরের মায়ে।

খেজুর গাছের রস জ্বালিয়ে

পিঠা পায়েস রাঁধে

কৃষাণী গুড় তৈরি করে

আঁচল কোমর বেঁধে।

পিঠা খাবে খোকা খুকু

চাল কুটছে মায়ে

মায়ের হাতের পিঠা খেয়ে

ঘুম গেল নায়ে।

পূর্ববর্তী নিবন্ধকাক ও মাসফির গল্প
পরবর্তী নিবন্ধএই হেমন্তে