এলো খুশির ঈদ

গৌতম কানুনগো | শনিবার , ২৯ মার্চ, ২০২৫ at ৫:৩৫ পূর্বাহ্ণ

নতুন কাপড় যার জোটে না

তারা কাপড় পেলো

খুশির ঐ চাঁদ দেখো

বছর ঘুরে এলো।

দুবেলা যার খাবার তো নেই

পেট ভরে খায় তারা

খুশির এমন বার্তা নিয়ে

জাগলো নগর পাড়া।

ঈদুল ফিতর এলেই কাছে

দুঃখ কেটে যায়

সুখের এমন ভাগাভাগি

কোথায় গেলে পাই?

ঈদ এলো আজ আনন্দে সাজ

সবার ঘরে ঘরে

খুশির রঙের রঙ ছড়ালো

সকলের অন্তরে।

পূর্ববর্তী নিবন্ধঈদ : উৎসব, মানবতা ও বিশ্বশান্তির আহ্বান
পরবর্তী নিবন্ধমায়ায় ঘেরা ঈদ