নতুন কাপড় যার জোটে না
তারা কাপড় পেলো
খুশির ঐ চাঁদ দেখো
বছর ঘুরে এলো।
দুবেলা যার খাবার তো নেই
পেট ভরে খায় তারা
খুশির এমন বার্তা নিয়ে
জাগলো নগর পাড়া।
ঈদুল ফিতর এলেই কাছে
দুঃখ কেটে যায়
সুখের এমন ভাগাভাগি
কোথায় গেলে পাই?
ঈদ এলো আজ আনন্দে সাজ
সবার ঘরে ঘরে
খুশির রঙের রঙ ছড়ালো
সকলের অন্তরে।