বছর ঘুরে আসলো ফিরে
আবার খুশির ঈদ
আমি যাবো গাঁয়ের বাড়ি
নাই চোখে তাই নিদ।
অমিত যাবে নানারবাড়ি
নতুন কাপড় পরে
সেমাই পোলাও রান্না হবে
সবার ঘরে ঘরে।
আমার বাড়ি অমিত ভাইয়ের
নানার বাড়ির পাশে
ঈদের দিনে দেখা হবে
স্বপ্ন চোখে ভাসে।
গৌতম কানুনগো | বৃহস্পতিবার , ২০ এপ্রিল, ২০২৩ at ৮:৫৩ পূর্বাহ্ণ