টানা দুই পরাজয় দিয়ে আবুধাবি টি টেন টুর্নামেন্ট শুরু করা বাংলা টাইগার্স জয় দিয়ে শেষ করলো টুর্নামেন্টের লীগ পর্ব। গতকাল নর্দান ওয়ারিয়র্সকে ৩০ রানে হারিয়েছে বাংলা টাইগার্স। টুর্নামেন্টে বাংলা টাইগার্স এর এটি ষষ্ঠ জয়। এই জয়ের ফলে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে আসে বাংলা টাইগার্স। পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে থাকা দলটির সাথে এলিমিনেটর মাচে খেলবে আজ বাংলা টাইগার্স। মাঝখানে দুটি ম্যাচে হেরে যাওয়ায় কোয়ালিফায়ার ম্যাচে খেরার সুযোগ হারাল বাংলা টাইগার্স। লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার উপরের দুই স্থানে রয়েছে ডেকান গ্লেডিয়েটর্স এবং টিম আবুধাবী। এ দুদল খেলবে প্রথম কোয়ালিফায়ারে। গতকাল ব্যাটে বলে দারুন পারফর্ম করেছে বাংলা টাইগার্সেল ক্রিকেটাররা। ব্যাট হাতে হজরতুল্লাহ জাজাই এবং ফাফ ডু প্লেসিস ঝড় তোলার পর বল হাতে টম হার্টলি, ফকনার, ফ্লেচারদের নিয়ন্ত্রিত বোলিং এর কারনে দারুন এক জয় পায় বাংলা টাইগার্স। এখন চোখ এলিমিনেটর ম্যাচে।
টসে হেরে ব্যাট করতে নামা বাংলা টাইগার্স ২৫ রানে ওপেনার জনসন চার্লসকে হারায়। ১০ বলে ১৬ রান করা জনসন চার্লসকে ফেরান ইমরান তাহির। এরপর প্রতিরোধ গড়ে তোলেন হজরতুল্লাহ জাজাই এবং অধিনায়ক ফাফ ডু প্লেসিস। এ দুজন নর্দান ওয়ারিয়র্সের বোলারদের কোন ধরনের সুযোগ দেননি। মাত্র ৪৬ বলে ৯৪ রানের অপরাজিত জুটি গড়ে তোলে দুজন। আর তাতে বাংলা টাইগার্স এর ইনিংস গিয়ে দাঁড়ায় ১ উইকেটে ১১৯ রানে। পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে সফল হযরতউল্লাহ জাজাই ৩১ বলে করেন ৫৫ রান। তিনি তিনটি চারের পাশাপাশি তিনটি ছক্কা মারেন। ফাফ ডুপ্লেসিস ২০ বলে করেন ৩৮ রান। তিনিও তিনটি করে চার এবং ছক্কা মারেন।
জবাবে ব্যাট করতে নামা নর্দান ওয়ারিয়র্স প্রথম দুই ওভারে দুই ওপেনারকে হারায়। লুইস ৭ এবং মঈন আলী ফিরেন এক রান করে। পঞ্চম ওভারে রভমেন পাওয়েলকে ফেরান ফ্লেচার। তিনি করেন ১১ রান।
সামিত প্যাটেল এবং রস হার্টলেও পারেননি দলকে টেনে নিতে। তবে শেষ দিকে ওমাইর আলির ১৬ বলে ৩৯ রানের ঝড় পরাজয়ের ব্যবধান কিছুটা কমিয়েছে নর্দার্ন ওয়ারিয়র্সের। তিনি তিনটি চারের পাশাপাশি তিনটি ছক্কা মেরেছেন। শেষ পর্যন্ত ৬ উইকেটে ৮৯ রান করতে সক্ষম হয় নর্দার্ন ওয়ারিয়র্স। দলের পক্ষে অন্যান্যের মধ্যে সামিত প্যাটেল ১৫ এবং হুইটলি করেন ১১ রান। বাংলা টাইগার্সের পক্ষে ১২ রানে দুই উইকেট নেন হার্টলি। একটি করে উইকেট নিয়েছেন ফকনার এবং ফ্লেচার।












