এনসিএল টি–টোয়েন্টির এলিমিনেটরে চট্টগ্রামকে ৭ রানে হারিয়েছে খুলনা। শনিবার শুরুতে ব্যাট করে ১৯ ওভার ৩ বল খেলে ১৪৭ রানে অলআউট হয় খুলনা। পরে ওই রান তাড়ায় নেমে ৬ উইকেটে ১৩৯ রানের বেশি করতে পারেনি চট্টগ্রাম। টপ অর্ডারদের ব্যর্থতার পর নাঈম হাসান ও ইয়াসির আলির চেষ্টা আর কাজে আসেনি চট্টগ্রামের জন্য। টস হেরে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি খুলনা। পাওয়ার প্লের ছয় ওভারে ৫৬ রান তুললেও হারায় তিন উইকেট। ২৬ বলে ২০ রান করেন আজিজুল হাকিম তামিম, ১২ বলে ১৬ রান আসে মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে। পরের ব্যাটারদের মধ্যে কেবল নুরুল হাসান সোহানই লড়াই চালিয়ে যান। ৩৯ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫২ রান করেন তিনি। সপ্তম ব্যাটার হিসেবে সোহান আউট হওয়ার পর আর স্রেফ তিন রান যোগ করতে পারে খুলনা। চট্টগ্রামের হয়ে ৪ ওভারে ২৬ রান দিয়ে চার উইকেট নেন আহমেদ শরীফ, তিন উইকেট পান ফাহাদ হোসেন।
১৪৭ রানের লক্ষ্য তাড়ায় ধীরগতির শুরুর পর ১১ রানেই ওপেনার মাহমুদুল হাসান জয়কে হারায় চট্টগ্রাম। ৯ বলে ৮ রান করেন জাতীয় দলের এই ব্যাটার। পরবর্তীতে পাওয়ার প্লে’র ৬ ওভারে ৪২ রান নিতেই চট্টগ্রাম বিভাগ ২ উইকেট হারায়। অল্প সময়ের ব্যবধানে ফেরেন সাদিকুর রহমান (১১) ও মোমিনুল হক (৮)। মাঝে শাহাদাত হোসেন দীপু ১৪ বলে ২টি চার ও এক ছক্কায় ২১ রান করেন। ইরফান শুক্কুরও আউট হয়ে যান ৭ রানে। শেষদিকে ইয়াসির রাব্বি ও নাঈম হাসান জয়ের পথে ছুটলেও ২০ ওভার শেষে তারা ১৩৯ রান তুলতে সক্ষম হয়। রাব্বি আউট হয়েছেন ২৭ বলে ৩টি চার ও ২ ছক্কায় ৩৭ রান করে। শেষ ওভারে জয়ের জন্য ২৪ রান দরকার ছিল চট্টগ্রামের, দুই চার ও এক ছক্কায় নাঈম ১৬ রানের বেশি নিতে পারেননি। ২৭ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন তিনি। বিপরীতে খুলনার হয়ে ২টি করে উইকেট নিয়েছেন মাসুম খান টুটুল ও মেহেদি হাসান রানা।