এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে কার ছিটকে পড়ে কৃষকদল নেতার মৃত্যু

| বৃহস্পতিবার , ২০ নভেম্বর, ২০২৫ at ৮:০৫ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে একটি ব্যক্তিগত গাড়ি (প্রাইভেট কার) ছিটকে নিচে পড়ে গেছে। এতে এক কৃষকদল নেতা নিহত হয়েছেন। তার নাম শফিকুর রহমান (৫৫)। তিনি পূর্ব গোসাইলডাঙ্গা এলাকা নিবাসী ও চট্টগ্রাম বন্দরের স্টাফ। তিনি বন্দর থানার কৃষকদলের সাংগঠনিক পদবীতে ছিলেন।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে নগরের নিমতলা এলাকায় বন্দর থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার উপপরিদর্শক মো. মাসুদ বলেন, হঠাৎ একটি প্রাইভেট কার এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে সড়কে পড়ে যায়। এতে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিটি সাইকেল আরোহী ছিলেন। তিনি বন্দর থেকে কাজ শেষে বাসায় ফিরছিলেন।

সহকারী পুলিশ কমিশনার (বন্দর) মাহমুদুল হাসান বলেন, গাড়িটি যে স্থান থেকে ছিটকে পড়েছে, সেখানে বাঁক রয়েছে। এক্সপ্রেসওয়ের রেলিংয়ের ওপর দিয়ে তীব্র গতিসম্পন্ন গাড়িটি নিচে পড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়িটি বেপরোয়া গতিতে চলছিল।

পূর্ববর্তী নিবন্ধ‎মীরসরাইয়ে খেজুর গাছ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে পাহাড় কর্তনের দায়ে ২ লাখ টাকা অর্থদন্ড ও ১৫ দিনের কারাদণ্ডাদেশ