নগরীর ইপিজেড থানাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এক্সপ্রেসওয়ের ইপিজেড এলাকায় গত রাত সাড়ে ১২টা নাগাদ মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। গতকাল শুক্রবার মধ্যরাতে পতেঙ্গার দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল (চট্ট মেট্রো–ল ১৭–৪৩১৮) এক্সপ্রেসওয়ের ইলেকট্রিক পোলের সাথে ধাক্কা খেলে দুই আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান।
গত ২৮ আগস্ট যান চলাচলের জন্য পরীক্ষামূলকভাবে উন্মুক্ত করে দেওয়ার পর এঙপ্রেসওয়েতে এটিই প্রথম প্রাণহানির ঘটনা। নিহত দুজন হলেন রুবেল (৩৬) ও মোক্তার (২৮)। দুজনের বাড়ি নগরীর সদরঘাট এলাকায় বলে পুলিশ জানিয়েছে।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, পতেঙ্গা প্রান্ত থেকে দুই মোটরসাইকেল আরোহী এঙপ্রেসওয়ে দিয়ে লালখান বাজারের দিকে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, ইপিজেড এলাকায় পৌঁছার পর মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কবাতির খুঁটিতে ধাক্কা দেয়। এতে দুজন ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন। দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতে এঙপ্রেসওয়েতে অসংখ্য মোটরসাইকেল রেসিং শুরু করে। তাদের বেপরোয়া রেসিং এঙপ্রেসওয়েকে ঝুঁকিপূর্ণ করে তোলে। গত রাতেও অনেক মোটরবাইক এঙপ্রেসওয়েতে বেপরোয়াভাবে চলাচল করতে দেখা গেছে।