নগরীর ইপিজেড থানাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে।
গত মধ্যরাতে পতেঙ্গার দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মোটর সাইকেল এক্সপ্রেসেওয়ের ইলেকট্রিক পোলের সাথে সজোরে ধাক্কা খেলে দুই আরোহীই ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইপিজেড এলাকায় গতরাত সাড়ে বারোটা নাগাদ মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। গত ২৮ আগস্ট যান চলাচলের জন্য পরীক্ষামূলকভাবে উন্মুক্ত করে দেওয়ার পর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এটিই প্রথম প্রাণহানির ঘটনা। নিহত দুইজন হলেন, রুবেল (৩৬) ও মোক্তার (২৮)। দুজনের বাড়ি নগরীর সদরঘাট এলাকয় বলে পুলিশ জানিয়েছে।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, পতেঙ্গা প্রান্ত থেকে দুই মোটরসাইকেল আরোহী এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে লালখান বাজারের দিকে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে ইপিজেড এলাকায় পৌঁছার পর মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কবাতির খুঁটিতে ( ইলেকট্রিক পোল) সড়ক ধাক্কা দেয়। এতে দুজন ছিঁটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন থানার ওসি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অসংখ্য মোটর সাইকেল রেসিং শুরু করে। তাদের বেপরোয়া রেসিং এলিভেটেড এক্সপ্রেসওয়েকে ঝুঁকিপূর্ণ করে তোলে। গতরাতেও অসংখ্য মোটরবাইক এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বেপরোয়াভাবে চলাচল করতে দেখা গেছে।