চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে দুদকের সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এর চার সদস্যের একটি দল সিডিএ ভবনে এ অভিযান পরিচালনা করে।
বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের চট্টগ্রাম-১ উপপরিচালক মোঃ নাজমুচ্ছায়াদাত।
দুদকের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পে দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান পরিচালনার নির্দেশনা গতকাল দুদকের প্রধান কার্যালয় থেকে দেওয়া হয়েছিল।
অভিযানের সময় সিডিএ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি, ফাইল এবং প্রাসঙ্গিক দলিলাদি খতিয়ে দেখা হয়। এছাড়া, সিডিএর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদও করা হয়েছে বলে জানা গেছে।
দুদকের অভিযানে নেতৃত্ব দেন সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক সাঈদ ইমরান । এ বিষয়ে অভিযানের অনিয়ম বা দুর্নীতির বিষয়ে প্রয়োজনিয় কাগজ পত্র খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
যদিও অভিযানের বিষয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।
অভিযান শেষে দুদক টিম প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করে কার্যালয় ত্যাগ করে। তদন্ত শেষে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে বলে দুদক সূত্র নিশ্চিত করেছে।