এলিট পেইন্টের থ্যাংকস গিভিং প্রোগ্রাম

আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন

| মঙ্গলবার , ২ মার্চ, ২০২১ at ১১:০২ পূর্বাহ্ণ

‘সুপার ব্র্যান্ড’ হিসেবে পর পর দুই বার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের সুখবর সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এলিট পেইন্ট আয়োজন করেছে থ্যাংকস গিভিং প্রোগ্রাম। এটি বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের ঐতিহ্যবাহী দৈনিক আজাদী- সহ চট্টগ্রামের স্বনামধন্য সংবাদ সংস্থা, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন ব্যবসায়িক ও শিল্প প্রতিষ্ঠান নিয়ে আয়োজিত হয়েছে। গতকাল সোমবার দৈনিক আজাদী অফিসে এলিট পেইন্টের সিনিয়র ম্যানেজার-স্ট্র্যাটেজিস এম এ মুকিত চৌধুরীর তত্ত্বাবধানে আয়োজিত থ্যাংকস গিভিং অনুষ্ঠানে দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক ও পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেককে ফুলেল শুভেচ্ছা ও কেক উপহার প্রদান করা হয় এলিট পেইন্টের চেয়ারম্যান ফিরোজ আহমেদ এবং পরিচালক রাবেজ আহমেদ, পরিচালক রাহিল আহমেদের পক্ষ থেকে।
পুরো আয়োজনে সাথে ছিলেন উপায় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও দি বাংলাদেশ টুডে চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান এস এম আকাশ, এলিট পেইন্টের ব্র্যান্ড প্রমোটরস মিস. কানিজ হুমায়রা সুবাহ ও মিস.আফরিদা আহমেদ।
আলোচকরা দৈনিক আজাদী সম্পাদক ও পরিচালনা সম্পাদককে অবিহিত করেন,
বাংলাদেশের সর্বপ্রথম পেইন্ট কোম্পানি হিসেবে ১৯৫২ সালে স্থাপিত হয় এলিট পেইন্ট। নিত্য নতুন ধ্যান-ধারণা, পণ্যসামগ্রী এবং আন্তর্জাতিক পণ্য বিপণনের মোড়ক নিয়মিত প্রকাশের ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি অর্জন করে তাদের প্রাথমিক সাফল্য। দেশের একমাত্র স্থানীয় পেইন্ট ও কোটিং ম্যানুফেকচারার যাদের উৎপাদন ব্যবস্থা ডেকোরেটিভ, ইন্ডাস্ট্রিয়াল, মেরিন ও পাউডার কোটিং এবং কনস্ট্রাকশন কেমিক্যাল দিয়ে সমৃদ্ধ। এটিই বাংলাদেশের একমাত্র এবং বর্তমানে আইপিইএন দ্বারা স্বীকৃত পরিবেশ বান্ধব ‘লেড সেইফ’ রং সরবরাহকারী পেইন্ট কোম্পানি। এলিট পেইন্ট উন্নয়ন এবং দেশের মানুষের সবসময়ের সঙ্গী হিসেবে থাকবে যখন দেশ মধ্য অর্থনীতি থেকে সমৃদ্ধ, উন্নত অর্থনীতির দিকে ধাবিত হচ্ছে।
আলোচনার পর কেক কাটা হয় এবং কর্মকর্তাদের ফুলের তোড়া হাতে তুলে দেন ব্র্যান্ড প্রোমোটরসরা। এলিট পেইন্টের তরফ থেকে দেওয়া উপহার সামগ্রী অনুষ্ঠানকে অন্য রূপ দেয়। পরে এলিট পেইন্টের সাফল্যের দীর্ঘ এ যাত্রায় যারা সর্বদা পাশে ছিল এবং সহযোগিতায় নিয়োজিত ছিল তাদের প্রতি সম্মান জানিয়ে আয়োজন শেষ করেন এলিট পেইন্ট পরিবার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলায় আ. লীগ নেতা কারাগারে
পরবর্তী নিবন্ধঅনন্য মামুনের ‘মেকআপ’ প্রদর্শনযোগ্য নয়: সেন্সর বোর্ড