এলামনাই এসোসিয়েশন অব সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের কার্যনির্বাহী পরিষদের প্রথম সাধারণ সভা ও ইফতার মাহফিল গত শুক্রবার নগরীস্থ কিং অব চিটাগং কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মহসিন কলেজ এলামনাই এসোসিয়েশনের সভাপতি মাহবুবুল আলম তালুকদার। উপস্থিত ছিলেন সহ সভাপতিবৃন্দ এম. মহিউদ্দিন, রোসাঙ্গির বাচ্চু, আবুল বাশার ও মোশতাক আহমেদ। অনুষ্ঠানের সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক এ কে এম কামরুল মেহেদী। অনুষ্ঠান সঞ্চালনের দায়িত্বে ছিলেন শাহাবুদ্দীন ফারদু এবং নাজিউল শামীম। সভায় প্রায় সাত শতাধিক আজীবন সদস্যসহ অন্যান্য সাধারণ সদস্য উপস্থিত ছিলেন এবং সকলে এই সাধারণ সভা ও ইফতার মাহফিলের ভূয়সী প্রশংসা করেন। মহসিন কলেজ এলামনাই এসোসিয়েশনের নেতৃবৃন্দ দ্রুত একটি ছাত্রবৃত্তি এবং গবেষণাধর্মী কার্যক্রমে ব্রতী হবেন বলে সভায় ঘোষণা দেন। সভায় অতিথি ছিলেন মহসিন কলেজের বর্তমান অধ্যক্ষ কামরুল ইসলামসহ সমাজের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি।











