এলাকার উন্নয়নে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা

মন্ত্রী তাজুল ইসলামের সাথে আবদুচ ছালাম এমপির সাক্ষাৎ

| বুধবার , ১৭ জানুয়ারি, ২০২৪ at ৬:৩৬ পূর্বাহ্ণ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম৮ চান্দগাঁওপাঁচলাইশবোয়ালখালী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম। সাক্ষাতে হৃদ্যতাপূর্ণ আলাপে আবদুচ ছালাম এমপি এলাকার উন্নয়নে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা কামনা করেন। এসময় মন্ত্রী আবদুচ ছালামকে আশ্বস্ত করে বলেন, শেখ হাসিনার সরকার গণতন্ত্র ও উন্নয়নে বিশ্বাসী। জনগণের জন্য গৃহিত যে কোনো পদক্ষেপকে তিনি সবসময় উৎসাহিত করেন। তাঁর সাহসিকতা, দুরদর্শিতা ও সততায় বাংলাদেশ আজ বিশ্বে একটি আত্মমর্যাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। উন্নয়নে বাংলাদেশ এখন বিশ্বের কাছে রোল মডেল। জনগণ দ্বাদশ সংসদ নির্বাচনে আবারো বঙ্গবন্ধুকন্যা ও আওয়ামী লীগকে বেছে নিয়েছে, ভোট দিয়ে বিজয়ী করেছে। এবার আমাদের লক্ষ্য বাংলাদেশকে দ্রুত একটি স্মার্ট রাষ্ট্রে রূপান্তরিত করা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅননুমোদিত হাসপাতাল, ক্লিনিক অবশ্যই বন্ধ করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে ৬৪ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক