এলসিআইএফ ভিশন গ্রান্ট প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদন প্রদান সংক্রান্ত সভা

চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতাল

| রবিবার , ২১ ডিসেম্বর, ২০২৫ at ১১:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন (এলসিআইএফ) ভিশন গ্রান্টের আওতায় বাস্তবায়িত প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদন প্রদান সংক্রান্ত সভা গতকাল নগরীর জাকির হোসেন রোডস্থ লায়ন এম. আর. সিদ্দিকী ভবনের লায়ন তাহেরউদ্দিন মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং লায়ন্স ক্লাব্‌স ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ভিশন গ্রান্ট প্রকল্পের প্রজেক্ট চেয়ারপারসন লায়ন নাসির উদ্দিন চৌধুরী।

সভায় প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদন সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং এলসিআইএফের নির্ধারিত গাইডলাইন অনুযায়ী সকল কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়। লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এবং লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫বি৪, বাংলাদেশের অংশীদারিত্বে ভিশন গ্রান্টের আওতায় চক্ষু চিকিৎসায় ব্যবহৃত চারটি অত্যাধুনিক যন্ত্রপাতি অ্যালকন লিজিয়ন ফ্যাকো মেশিন, অপথ্যালমিক অপারেটিং মাইক্রোস্কোপ উইথ মোটরাইজড জুম সিস্টেম, ফান্ডাস ক্যামেরা উইথ ফ্লুরোসেইন অ্যাঞ্জিওগ্রাফি এবং হামফ্রে ভিজুয়াল ফিল্ড অ্যানালাইজার সফলভাবে ক্রয় করে লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে স্থাপন করা হয়েছে। এই আধুনিক যন্ত্রপাতি সংযোজনের ফলে ছানি, গ্লুকোমা, ডায়াবেটিক রেটিনোপ্যাথিসহ বিভিন্ন জটিল চক্ষু রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা প্রদান সম্ভব হচ্ছে। বিশেষ করে শহর ও গ্রামাঞ্চলের দরিদ্র ও মধ্যবিত্ত রোগীরা বিনামূল্যে অথবা স্বল্পমূল্যে উন্নত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন। সভায় বক্তারা বলেন, এই ভিশন গ্রান্ট প্রকল্পের সফল বাস্তবায়ন চট্টগ্রাম অঞ্চলের চক্ষু চিকিৎসাসেবায় একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। এলসিআইএফএর মহৎ অনুদান এবং স্থানীয় লায়ন্স সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার ফলে হাজারো অসহায় মানুষ উন্নত ও মানসম্মত দৃষ্টিসেবা লাভ করছে।

সভায় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ভিশন গ্রান্ট প্রকল্পের গ্রান্ট অ্যাডমিনিস্ট্রেটর এবং লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫বি৪ (বাংলাদেশ)-এর সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল। এছাড়াও চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের প্রজেক্ট কমিটির পক্ষে উপস্থিত ছিলেন পিডিজি লায়ন এম. . মালেক, পিডিজি লায়ন আলহাজ্ব রফিক আহমেদ, পিডিজি লায়ন কামরুন মালেক, লায়ন ডা. দেবাশীষ দত্ত এবং লায়ন আলহাজ্ব এস. জোহা চৌধুরী, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫বি৪, বাংলাদেশের সদ্য প্রাক্তন ক্যাবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী সভায় উপস্থিত ছিলেন। লায়ন্স চক্ষু হাসপাতালের ক্রয় কমিটির পক্ষে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫বি৪, বাংলাদেশের ২য় ভাইস জেলা গভর্নর লায়ন মোঃ আবু বক্কর সিদ্দিকী, লায়ন হাবিবুর রহমান এবং লায়ন অশেষ কুমার উকিল; টেকনিক্যাল এক্সপার্ট কমিটির পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির একাডেমিক ডিরেক্টর অধ্যাপক ডা. প্রকাশ কুমার চৌধুরী, চীফ কনসালটেন্ট ডা. মোহাম্মদ আলতাফ উদ্দিন খান এবং সিনিয়র কনসালটেন্ট ডা. মোসাম্মৎ আফরোজা আক্তার। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের এসোসিয়েট সেক্রেটারি লায়ন এস. এম. আশরাফুল আলম আরজু, হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ মহিউদ্দিন, উপপরিচালক ডা. শাবানা সুলতানা, সহকারী পরিচালক মোছাম্মৎ ইনসাফি হান্নাসহ হাসপাতালের বিভিন্ন দায়িত্বশীল পদে কর্মরত কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম লেডিস ক্লাবে আলোচনা সভা
পরবর্তী নিবন্ধভারতের বিশ্বকাপ দলে নেই শুভমান গিল