এলপিজি আমদানিতে ঋণ সুবিধা ২৭০ দিন পর্যন্ত বাড়াল বাংলাদেশ ব্যাংক

| মঙ্গলবার , ১৩ জানুয়ারি, ২০২৬ at ৭:১৪ পূর্বাহ্ণ

ডলারের তারল্য চাপ কমানো ও অভ্যন্তরীণ বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সরবরাহ স্বাভাবিক রাখতে এলপিজি আমদানি প্রক্রিয়ার নিয়ম শিথিল করে আমদানিকারকদের জন্য ঋণ সুবিধা ২৭০ দিন পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

গত রোববার জারি করা বাংলাদেশ ব্যাংকের এক পরিপত্রে বলা হয়েছে, এলপিজি সাধারণত বাল্ক আকারে আমদানি করা হয় এবং পরে স্থানীয় ব্যবহারের জন্য সিলিন্ডারে ভরা হয়। ফলে স্থানীয় আমদানিকারকদের সংরক্ষণ, সিলিন্ডারজাত ও সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন করতে সময়ের প্রয়োজন। খবর বাসসের।

পরিপত্রে আরও বলা হয়, এলপিজিকে শিল্প কাঁচামাল হিসেবে গণ্য করা হবে, যা সরবরাহকারী বা ক্রেতার ঋণের আওতায় আমদানিযোগ্য। সে অনুযায়ী, এলপিজি আমদানির ক্ষেত্রে ২৭০ দিন পর্যন্ত ইউজান্স টার্মস পিরিয়ড (বাকিতে মূল্য পরিশোধের সময়সীমা) অনুমোদিত হবে।

সরবরাহকারীর কাছ থেকে বাণিজ্যিক ঋণ গ্রহণের পাশাপাশি অনুমোদিত ডিলারদের (এডি) বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ক্রেতার ঋণ সুবিধা অথবা বাংলাদেশে নির্ধারিত ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিটের (ওবিইউ) মাধ্যমে বিল ডিসকাউন্টিং সুবিধা ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এ ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা সংক্রান্ত বিধি এবং ঋণ প্রদানের নীতিমালা মেনে চলতে হবে। এ বিষয়ে অন্যান্য প্রাসঙ্গিক বিধান অপরিবর্তিত থাকবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে বিদ্যমান অন্যান্য সব বিধান অপরিবর্তিত থাকবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগাউসুল আযম মাইজভাণ্ডারীর (ক.) আদর্শ অনুসরণ করলেই আত্মশুদ্ধি অর্জন সম্ভব
পরবর্তী নিবন্ধহালদার মৎস্য প্রজননক্ষেত্র সংরক্ষণে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ