বাংলাদেশের ক্রিকেটারদের শ্রীলংকান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার কোনো সম্ভাবনা দেখেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান। নতুন সূচিতে টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা আগামী ১৪ নভেম্বর। টুর্নামেন্টের নিলামে বিদেশি ক্রিকেটারদের তালিকায় সাকিব আল হাসানের নাম আছে বলে খবর এসেছে। এছাড়াও তামিম ইকবাল, মাহমুদউল্লাহসহ বাংলাদেশের আরও বেশ কজন ক্রিকেটারের নাম থাকার কথা নিলামে। বিসিবিতে সোমবার বাংলাদেশ দলের শ্রীলংকা সফর স্থগিতের খবর জানানোর পর ওই সংবাদ সম্মেলনেই প্রশ্ন উঠে, সাকিবদের কি এই টুর্নামেন্টে খেলার ছাড়পত্র দেওয়া হবে? বিসিবি সভাপতির ছোট্ট উত্তর, ‘আমি তো সম্ভাবনা দেখি না কোনো।’ এক বছরের নিষেধাজ্ঞা শেষে আগামী ২৯ অক্টোবর থেকে সব ধরনের ক্রিকেটে ফিরতে পারবেন সাকিব। এলপিএলের নিলামে সাকিবের নাম আছে, এই প্রশ্নে নাজমুল হাসানের উত্তর, ‘আমাদের এখানে খেলা শুরু হয়ে যাচ্ছে। এখানে খেলুক।’ এলপিএলের সময় বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেই খেলতে হবে ক্রিকেটারদের।