বাংলাদেশ সরকার স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের সময়সীমা পিছিয়ে দিতে কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তবে এ বিষয়ে খুব বেশি আশাবাদী হওয়া ‘উচিত হবে না’ বলেও মন্তব্য করেছেন তিনি। গতকাল মঙ্গলবার রাজধানীতে বেসরকারি গবেষণা সংস্থা র্যাপিড আয়োজিত এক কর্মশালায় ‘এলডিসি গ্র্যাজুয়েশন’ নিয়ে কথা বলছিলেন বাণিজ্য সচিব। তিনি বলেন, আমরা আশা করি যে, আমরা যতটা ভয় পাচ্ছি গ্র্যাজুয়েশন সামনে রেখে… হ্যাঁ ডেফিনেটলি আমি গত পরশু একটা বিদেশি টিমের সাথে কথা বলেছি গ্র্যাজুয়েশন ডেফার করার জন্য। এটা আমরা একটু লো ভয়েসে করছি। খবর বিডিনিউজের।












