এলডিসি উত্তরণ ও বন্দর নিয়ে যা বললেন তারেক রহমান

| বুধবার , ২৬ নভেম্বর, ২০২৫ at ৭:৫২ পূর্বাহ্ণ

লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে প্রকাশিত এক দীর্ঘ ইংরেজি পোস্টে বাংলাদেশের এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণের সময়সূচি এবং চট্টগ্রাম বন্দরসংক্রান্ত সামপ্রতিক সিদ্ধান্তগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সোমবার (২৪ নভেম্বর) প্রকাশিত ওই পোস্টে তিনি উল্লেখ করেনদেশের দীর্ঘমেয়াদি ও জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এমন একটি সরকার নিচ্ছে, যার কোনো নির্বাচনী জনসমর্থন নেই। অথচ এসব সিদ্ধান্তের পরিণতি বছরের পর বছর সাধারণ মানুষকেই বহন করতে হবে। খবর বাংলানিউজের।

তারেক রহমান দাবি করেন, ২০২৬ সালেই এলডিসি থেকে উত্তরণের সময়সূচি বজায় রাখার সিদ্ধান্ত ‘সম্পূর্ণ রাজনৈতিক’। কিন্তু সিদ্ধান্তটি নিচ্ছে এমন এক অন্তর্বর্তী সরকার, যাদের হাতে জনগণের ম্যান্ডেট নেই। অথচ তারা দেশের আগামী কয়েক দশকের অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলবেএমন প্রতিশ্রুতি দিচ্ছে। তিনি উল্লেখ করেন, সরকার বলছে, এলডিসি উত্তরণের সময় পিছিয়ে নেওয়া যাবে না, জাতিসংঘ এটি অপমানজনক মনে করবে। কিন্তু বাস্তবে অ্যাঙ্গোলা, সামোয়ার মতো দেশ সময়সীমা পুনর্নির্‌ধারণ করেছে। এমনকি অর্থনৈতিক ঝুঁকিতে থাকা দেশগুলোর ক্ষেত্রেও জাতিসংঘ নমনীয়তা দেখিয়েছে।

চট্টগ্রাম বন্দর নিয়ে সামপ্রতিক দীর্ঘমেয়াদি সিদ্ধান্তগুলোও তিনি একইভাবে দেখছেন। তিনি লিখেছেন, এসব রুটিন সিদ্ধান্ত নয়; বরং জাতীয় সম্পদকে ঘিরে কৌশলগত চুক্তিযা একটি অনির্বাচিত সরকার ভবিষ্যৎ প্রজন্মকে বেঁধে দিচ্ছে। তিনি মনে করেন, এলডিসি উত্তরণের মতোই বন্দর ব্যবস্থাপনার ক্ষেত্রেও জনমত ও আলোচনাকে এড়িয়ে যাওয়া হচ্ছে। তিনি স্পষ্ট করে জানানএটি কোনো ব্যক্তিগত আক্রমণ নয়; বরং দেশের প্রতিষ্ঠান ও গণতান্ত্রিক আদর্শ রক্ষার প্রশ্ন। এলডিসি উত্তরণ বা বন্দর সংস্কারের বিরোধিতা বিএনপি করছে না; প্রশ্ন হলো, জনগণের ভোটে নির্বাচিত নয় এমন একটি সরকার দেশের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার রাখে কি না।

পূর্ববর্তী নিবন্ধকড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, সোয়া ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
পরবর্তী নিবন্ধনাশকতা নয়, শর্ট সার্কিট থেকে শাহজালালের কার্গো ভিলেজে আগুন