এলডিপি প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

চট্টগ্রাম-১৪ আসন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৯ জানুয়ারি, ২০২৬ at ৬:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১৪ চন্দনাইশ আসনে এলডিপির প্রার্থী ওমর ফারুকের বিরুদ্ধে উক্ত আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান বরাবরে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ দায়ের করেছেন বিএনপি প্রার্থী জসীম উদ্দীন আহমেদএর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক এম এ হাশেম রাজু। বিএনপি প্রার্থীর পক্ষে করা ওই অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এলডিপি প্রার্থীর কাছে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

গতকাল বুধবার নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির (সিভিল জজ, চট্টগ্রাম) চেয়ারম্যান সানজিদা আফরোজ বৃষ্টি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কারণ দর্শানো নোটিশে জানা যায়, গত ২৬ জানুয়ারি সন্ধ্যা ৬টায় এলডিপি প্রার্থী ওমর ফারুক বরমা ইউনিয়নে মোটরযান, পিকআপ দ্বারা শোডাউন করেছেন। অভিযোগের সমর্থনে বিএনপি প্রার্থীর প্রধান সমন্বয়ক এম এ হাশেম রাজু কত গুলো আলোকচিত্র দাখিল করেছেন। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে নোটিশে জানানো হয়, প্রচারণায় সরকারি স্থাপনা ও সুবিধা ব্যবহার করা হয়েছে, যা নির্বাচনী আচরণবিধির ৮ () ও ১৭ () ধারার লঙ্ঘন। এ অবস্থায় কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে আগামী ১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টায় সিনিয়র সিভিল জজ আদালত সাতকানিয়া চৌকিতে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করেছেন।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপে জামায়াত প্রার্থীকে শোকজ
পরবর্তী নিবন্ধজনগণ গণতন্ত্রের পথে যাবে