চট্টগ্রাম–১২ (পটিয়া) সংসদীয় আসনে এলডিপির মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম এয়াকুব আলী নির্বাচনী জনসংযোগ করেছেন।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে পটিয়া পৌরসদরে তিনি জেলা, উপজেলা ও পৌরসভা এলডিপির নেতাকর্মীদের সাথে নিয়ে জনসংযোগ করেছেন।
জনসংযোগকালে এলডিপি প্রার্থী এম এয়াকুব আলী বলেন– পটিয়ার মানুষ পরিবর্তন চায়। তারা সুশাসন, উন্নয়ন ও নিরাপদ জীবনের রাজনীতি চায়। আমি ব্যবসায়ী হিসেবে এই অঞ্চলের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত। এবার পটিয়ার মানুষের সেবা করার সুযোগ চাই। এ রাজনীতিবিদ আরও বলেন– এলডিপি কখনো ক্ষমতার রাজনীতি করে না, বরং মানুষের অধিকার ও গণতন্ত্রের পক্ষে লড়াই করে। জনসংযোগ কর্মসূচিতে এলডিপির নেতা–কর্মীরা সাধারণ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। তারা ভোটারদের কাছে এম এয়াকুব আলীর উন্নয়ন ভাবনা ও নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন। স্থানীয় বাজার, দোকানপাট, বাড়ি, গলিপথ ও বিভিন্ন ওয়ার্ডে জনগণের সঙ্গে কুশল বিনিময় করে প্রার্থী এম এয়াকুব আলী সকলের দোয়া ও সমর্থন কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা গনতান্ত্রিক যুবদলের সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী, পটিয়া উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, পৌরসভার এলডিপির সভাপতি গাজী আমির হোসেন, গনতান্ত্রিক যুবদল পটিয়া পৌরসভার সাধারণ সম্পাদক নুরুল আলম, পটিয়া পৌরসভা এলডিপির সহ–সভাপতি কবির সওদাগর, প্রচার সম্পাদক আবদুল কাদের, গনতান্ত্রিক ছাত্রদল নেতা রাকিব চৌধুরীসহ আরো অনেকেই। প্রেস বিজ্ঞপ্তি।












