চট্টগ্রাম–১২ (পটিয়া) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোট সমর্থিত এলডিপির প্রার্থী শিল্পপতি এম এয়াকুব আলীকে ছাতা প্রতীকে সমর্থন দিয়ে ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. ফরিদুল আলম। আসনটির পরিচালক চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহর সভাপতিত্বে শনিবার রাতে নগরীর নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক জরুরি দায়িত্বশীল সমাবেশে এ ঘোষণা দেয়া হয়। ডা. ফরিদুল আলমের পক্ষে এ ঘোষণা দেন জরুরি সভার প্রধান অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী। শনিবার রাতে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামী প্রচার সেক্রেটারি এডভোকেট আবু নাছের বিষয়টি নিশ্চিত করেছেন। দায়িত্বশীল সভায় প্রধান অতিথি বলেন, জামায়াতের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জোটের স্বার্থে চট্টগ্রাম–১২ আসনে এলডিপির প্রার্থী শিল্পপতি এম এয়াকুব আলীকে সমর্থন দিয়ে জামায়াতের প্রার্থী ডা. ফরিদুল আলম তার মনোনয়ন প্রত্যাহার করছেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য নুরুল হক, মাওলানা আরিফুর রশীদ, আ.ক.ম, ফরিদুল আলম, পটিয়া উপজেলা আমীর জসিম উদ্দিন, কালারপুল সাংগঠনিক থানা আমীর মাষ্টার নাছির উদ্দীন, পটিয়া পৌরসভার আমীর মাষ্টার সেলিম উদ্দীনসহ উপজেলা–পৌরসভা নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












