এলএ শাখার সাবেক চেইনম্যানসহ চারজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

ঘুষের ৯১ লাখ টাকার চেকসহ ধরা

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩০ জুলাই, ২০২৫ at ৪:৪০ পূর্বাহ্ণ

ঘুষের ৯১ লাখ টাকার চেকসহ ধরা পড়ার মামলায় চট্টগ্রামের জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার (এলএ) সাবেক চেইনম্যান নজরুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ আদেশ দেন। নজরুল ছাড়া বাকি যাদের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ হয়েছে তারা হলেনচট্টগ্রামের জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক অফিস সহকারী তছলিম উদ্দিন, এলএ শাখার সাবেক সার্ভেয়ার মো. সেলিম ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) মুরাদপুর শাখার সাবেক ব্যবস্থাপক (অপারেশন) ইব্রাহিম মিয়া। তাদের মধ্যে নজরুল, তছলিম ও সেলিম আদালতে হাজির ছিলেন। বাকি আসামি ইব্রাহিম মিয়া পলাতক।

দুদক পিপি মাহমুদুল হক দৈনিক আজাদীকে বলেন, আগামী ধার্য তারিখ থেকে চার আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। আদালতসূত্র জানায়, ২০১৯ সালের ৭ নভেম্বর চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক চেইনম্যান (শিকলবাহক) নজরুল ইসলাম ও জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী তছলিম উদ্দিনকে নগরীর চিটাগাং শপিং কমপ্লেঙের একটি দোকান থেকে ঘুষের নগদ ৮ লাখ ৭ হাজার টাকা ও ৯১ লাখ ৮৩ হাজার টাকার চেকসহ আটক করে দুদক। এ ঘটনায় দুদকের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। এরই ধারাবাহিকতায় নজরুল ও তছলিমকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

আদালতসূত্র জানায়, মামলাটি তদন্ত শেষে গত বছরের ২৫ সেপ্টেম্বর নজরুলসহ পাঁচ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক। চট্টগ্রামের জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার (এলএ) সাবেক চেইনম্যান নজরুল ইসলাম, সাবেক অফিস সহকারী তছলিম উদ্দিন, এলএ শাখার সাবেক সার্ভেয়ার মো. সেলিম, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) মুরাদপুর শাখার সাবেক ব্যবস্থাপক (অপারেশন) ইব্রাহিম মিয়া ও দালাল নাসির আহমদ। এদের মধ্যে দালাল নাসির আহমদ মারা গেছেন। এ কারণে তাকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী মো. সাহেদ।

পূর্ববর্তী নিবন্ধচবিতে আটক ছাত্রলীগ কর্মীর ল্যাপটপে মিলল রাষ্ট্রবিরোধী নাশকতার নানা তথ্য
পরবর্তী নিবন্ধফ্যাসিবাদী শক্তির নৈরাজ্যের শঙ্কায় ৮ আগস্ট পর্যন্ত এসবির সতর্কতা