এরিয়েল এমেচার ক্রিকেটে চিটাগাং রয়েল ও আগ্রাবাদ মাস্টার্সের শুভ সূচনা

| শনিবার , ২৬ অক্টোবর, ২০২৪ at ৬:২৪ পূর্বাহ্ণ

সেরাজ ফোর এইচ স্পোর্টস একাডেমি আয়োজিত এরিয়েল অ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টে শুভ সূচনা করেছে চিটাগাং রয়েলস ও আগ্রাবাদ মাস্টার্স। গতকাল শুক্রবার সেরাজ ফোর এইচ একাডেমি মাঠে সকালের খেলায় চিটাগাং রয়েলস ৫ উইকেটের ব্যবধানে হারায় কুল ওরিয়র্সকে। দিনের দ্বিতীয় ম্যাচে আগ্রাবাদ মাস্টার্স ৭ উইকেটের বড় ব্যবধানে হারায় গোল্ডেন গ্লাভসকে। দিনের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে কুল ওয়ারিয়র্স আদনানের ২২ বলে ৪৩ রান এবং সাইফুদ্দিন টিটুর ৩৮ বলে ৩৭ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪০ রান করে। চিটাগাং রয়েলস এর নাজিম উদ্দীন ২৮ রানে নেন ৪ উইকেট। এছাড়া, নান্টু নেন ২ উইকেট। জবাবে জাবেদ ইউসুফের ৩১ বলে ৪২ রানের সৌজন্যে চিটাগাং রয়েলস ১৭.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। কুল ওয়ারিয়র্সের রিপন নেন ২ উইকেট। দিনের দ্বিতীয় ম্যাচে গোল্ডেন গ্লাভস টসে হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৪৪ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে মনজুর হাসান সর্বোচ্চ ৬৪ রান করেন। এছাড়া, ফায়িম ১৫, ইমরান ১৪, রিজভি ১৪ রান করেন। জবাবে, আগ্রাবাদ মাস্টার্স ১৮ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। দলের অধিনায়ক সুমন সাহা ২৮ বলে ৪২ রানে অপরাজিত থাকেন। ফারুক টিটু করেন ৪৬ রান। মুরাদের ব্যাট থেকে আসে ৩০ রান। এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠানের সিইও, সেরাজ ফোর এইচ স্পোর্টস একাডেমির সাধারণ সম্পাদক ও ফোর এইচ গ্রুপের সিনিয়র ডেপুটি মহাব্যবস্থাপক শাহদাত উদ্দিন মো. সাদাত। টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য সচিব, গ্রুপের সহ. মহাব্যবস্থাপক এম তারেকুল হকের উপস্থাপনায় এই সময় উপসি’ত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ, দলীয় অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধগ্লোবাল সুপার লিগে রংপুরের হয়ে খেলবেন সাকিব
পরবর্তী নিবন্ধবাংলাদেশের বিপক্ষে এবার নতুন গল্প লেখার স্বপ্ন দেখছে ভুটান