এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসায় পুরস্কার বিতরণ

| রবিবার , ১০ আগস্ট, ২০২৫ at ১১:৪৪ পূর্বাহ্ণ

এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসায় দাখিল পরীক্ষায় এ+ প্রাপ্তদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান মাদ্রাসার চেয়ারম্যান আবুল বশর আবুর সভাপতিত্বে ও মাওলানা এম সোলাইমান কাসেমীর সঞ্চালনায় মাদ্রাসা ক্যাম্পাসে ৯ আগস্ট সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংবর্ধেয় অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা ট্রাস্টের সেক্রেটারি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর পদে পদোন্নতি পাওয়া ড. মুহাম্মদ শফি উল্লাহ কুতুবী। প্রধান বক্তার বক্তব্য রাখেন মাদ্রাসার ভাইসচেয়ারম্যান ও একাডেমিক এডভাইজার মাওলানা এনামুল হক মাদানী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ জসিম উদ্দিন, মাওলানা সাইফুল্লাহ মাদানী, অধ্যক্ষ হাফেয মাওলানা মুহাম্মদ ইবরাহীম ছিদ্দিকী, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুল আলম ফারুকী, মাওলানা মুহাম্মদ শাহজাহান, ব্যবসায়ী মোহাম্মদ এহেছানুল হক, মাওলানা আবছার হক।

বক্তব্য রাখেন মাওলানা রহিম উল্লাহ, মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম সাঈদ, মাস্টার শাহাদাত হোসেন, মাস্টার যাইনুল মোস্তফা, মাওলানা ইমতিয়াজ হোসাইন, মাওলানা খোবাইব নূর, মাওলানা সাদেক মাহমুদ, হাফেজ শামীমুল হক আদিল , হাফেজ ইয়াছিন আরাফাত, আনোয়ার হোসেন, শোয়াইব উল্লাহ, আসমাউল হোসনা, আছফিয়া সোলতানা, মিসেস তাসনিম নুরুল রণি, মরিয়ম আক্তার, জাফরিন আজাদ, সামরিনা হাসান প্রমুখ। পুরস্কার বিতরণ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুল্লাহ মাদানী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইডেন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে সমাবেশ
পরবর্তী নিবন্ধযারা আল্লাহকে খুশি করার জন্য কাজ করেন তাদের মৃত্যু নেই