এরাবিয়ান লিডারশিপ মাদরাসার পুরস্কার বিতরণ অনুষ্ঠান

| বুধবার , ২৮ ডিসেম্বর, ২০২২ at ৫:০৬ পূর্বাহ্ণ

নগরীর এরাবিয়ান লিডারশিপ মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ২৬ ডিসেম্বর মাদরাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। মাদরাসার অধ্যক্ষ মাওলানা দিদারুল আলমের সভাপতিত্বে ও মাওলানা এম সোলাইমান কাসেমীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদরাসা ট্রাস্টের সিনিয়র সহসভাপতি লায়ন মোহাম্মদ আবদুল গাফ্‌ফার চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অর্থসচিব কাজী মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দিন, মাওলানা মুহাম্মদ এনামুল হক মাদানী, মাওলানা মুহাম্মদ শাহজাহান, মুহাম্মদ শাহ নেওয়াজ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ সরওয়ার জাহান, মাওলানা মোহাম্মদ তৈয়ব, মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দিন, মাওলানা মুহাম্মদ রহিম উল্লাহ, মাস্টার শাহাদাত হোসাইন, মাস্টার জাইনুল মোস্তফা, আসমাউল হুসনা, আমিনা খানম, আয়েশা আকতার, আছফিয়া সোলতানা, তাসনিম নুরুল রণি, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ ইমরানুল হক, মোহাম্মদ আবু তালেব প্রমুখ। অনুষ্ঠানে ক্লাসে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীসহ সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও হিফজুল কুরআন বিভাগ থেকে হিফজ সমাপ্তকারী ৫ জন হাফেজকে দস্তারবন্দি করা হয়। পরে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা এনামুল হক মাদানী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআঞ্জুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর সভা
পরবর্তী নিবন্ধপটিয়ায় কেডিএস গ্রুপের ব্যবস্থাপনায় ২০ হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ