চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ’র ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দক্ষিণ বাকলিয়ায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে ১৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ বাকলিয়ায় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বাকলিয়া থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোরশেদ খান এর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বাকলিয়া থানা যুবদলের নেতা মোঃ শাহিন আলম, মোঃ শওকত খান, মোঃ আজম খান, সৈয়দ আব্দুল কাদের, মোঃ সাইফুল ইসলাম, মোঃ রায়হান, ইমরান খান, এস. এম. আলমগীর, জসিম, মোঃ ফয়সাল, মোঃ রুবেলসহ আরও অনেকে।
বিক্ষোভ মিছিল শেষে ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোরশেদ খান বলেন, “এরশাদ উল্লাহ’র ওপর হামলা বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই।”
বিক্ষোভ শেষে নেতাকর্মীরা এরশাদ উল্লাহ’র দ্রুত সুস্থতা কামনা করেন এবং আগামী দিনে আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।












