এরদোয়ানের বক্তব্যে বিঘ্ন ঘটানোয় কারাগারে ৯ বিক্ষোভকারী

| বুধবার , ৪ ডিসেম্বর, ২০২৪ at ১০:৪৪ পূর্বাহ্ণ

তুরস্কে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বক্তব্যে বিঘ্ন ঘটানোর অভিযোগে ৯ বিক্ষোভকারীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। গত শুক্রবার একটি ফোরামে এরদোয়ানের টেলিভিশনে সরাসরি সমপ্রচারিত বক্তব্যের সময় ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের অভিযোগ, তুর্কি সরকার জনসমক্ষে ইসরায়েলে তেল রপ্তানি বন্ধের ঘোষণা দিলেও বাস্তবে তা অব্যাহত রেখেছে। ঘটনার সময় গাজায় বোমা নিয়ে যাচ্ছে জাহাজ এবং গণহত্যার ইন্ধন বন্ধ করুন স্লোগান দেন বিক্ষোভকারীরা। তারা অভিযোগ করেন, এরদোয়ানের সরকার ফিলিস্তিনের পক্ষে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করছে না।

এরদোয়ান বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, আমার সন্তানেরা, ইহুদিবাদীদের মুখপাত্র হবেন না। আপনারা যতই তাদের কণ্ঠ ও চোখ হিসেবে উসকানি দেওয়ার চেষ্টা করুন, সফল হবেন না। তিনি আরও বলেন, বিশ্বের ইহুদিবাদীরা জানে রিসেপ তাইয়েপ এরদোয়ানের অবস্থান। কিন্তু আপনাদের তা এখনো বোঝা হয়নি। পুলিশ দ্রুত বিক্ষোভকারীদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়। পরে ইস্তাম্বুলের প্রধান পাবলিক প্রসিকিউটরের কার্যালয় অভিযোগ আনে, গোষ্ঠীটি ভেতরে ও বাইরে সমন্বিতভাবে বিক্ষোভের পরিকল্পনা করেছিল।

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধে বাস্তুচ্যুত গাজাবাসী এখন শীতের সঙ্গে লড়ছে
পরবর্তী নিবন্ধ২০ জানুয়ারির আগে জিম্মিদের মুক্তি না দিলে কঠোর আঘাতের হুমকি ট্রাম্পের