সাবেক মেয়র মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মনজুর আলমের পক্ষে তাঁর পুত্র মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মদ সরোয়ার আলম গতকাল শনিবার নগরীর ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৫, ২৯, ৩০, ৩১,৩২ ও ৩৩ ওয়ার্ডে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করেন। বিতরণকালে আলহাজ্ব মোহাম্মদ সরোয়ার আলম বলেন, আর্তমানবতা ও রোজাদারদের সেবা করতে পেরে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। এ সময় কাউন্সিলর মোরশেদ আলম, সাবেক কাউন্সিলর মোরশেদ আকতার চৌধুরী, কাউন্সিলর নুর আমিন, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, কাউন্সিলর মোহাম্মদ সেলিম উল্লাহ, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কাউন্সিলর শাহীন আকতার রোজী, কাউন্সিলর মোরশেদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।