এম এ মালেক চট্টলার গৌরব

কোহিনুর শাকি | রবিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:০৮ পূর্বাহ্ণ

ছোট বেলা থেকেই দৈনিক আজাদী পড়ি, নিয়মিত নানা বিষয়ে লিখি, আজাদীকে মনে হয় আমার পরিবারের একটা অংশ, অনুপ্রেরণা পেতাম খালেদ চাচার কাছ থেকে। তিনি চলে যাবার পর খুব সম্মানের সাথে যোগাযোগ করি জনাব এম এ মালেক তথা মালেক আংকেলের সাথে। ব্যাংকের বিভিন্ন বিষয় নিয়ে কথা হত দেখা হতো তাঁর সাথে। প্রতিষ্ঠাবার্ষিকীতে তাঁর হাতে ফুল দেবার সৌভাগ্যও হয়েছে বেশ কয়েক বছর। আজাদীতে প্রকাশিত তাঁর সম সাময়িক কিছু লিখা পড়ে মনের মধ্যে তাঁর প্রতি শ্রদ্ধাবোধটা আরও বেড়ে গেছে। তিনি এ বছর একুশে পদকে ভুষিত হয়েছেন খবরটি বেতারের সংবাদে পাঠ করতে পেরে খুব ভালো লেগেছে। তিনি চট্টলার গৌরব, সাংবাদিক হিসেবে, একজন সর্বোচ্চ করদাতা হিসেবে, একজন অভিভাবক হিসেবে, সজ্জন সাবলীল সুন্দর মনের মানুষ হিসেবে জনাব এম এ মালেক আমাদের অহংকার। চট্টগ্রাম এর মানুষদের মূল্যায়ন করার সময় এসেছে, এখানকার ঐতিহ্য ইতিহাস, অজস্র অবদানের স্বীকৃতি দেবার অনেক সুযোগ রয়েছে, দেশের গুরুত্বপূর্ণ অনেক অর্জনের সাক্ষী এই বীর চট্টগ্রাম, অতএব এখানকার মানুষদের জীবদ্দশায় সব জায়গায় যথাযথ সম্মান ও প্রাপ্তি ঘটবে এটাই চট্টলাবাসীর প্রত্যাশা। চট্টগ্রামের অন্য দুই একুশে পদক পাওয়া গুনীজনদেরকেও অন্তর থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
লেখক: কবি ও ব্যাংকার

পূর্ববর্তী নিবন্ধআত্ম অন্বেষণের অনুশীলন বিদর্শন
পরবর্তী নিবন্ধস্মরণের আবরণে আবদুল মাবুদ সওদাগর