দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক সাংবাদিকতায় একুশে পদকের জন্য মনোনীত হওয়ায় বিভিন্ন ব্যক্তি ও সংগঠন অভিনন্দন জানিয়েছেন।
চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি : দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক একুশে পদকে মনোনীত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি। এক অভিনন্দন বার্তায় সমিতির নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকতায় একুশে পদক প্রাপ্ত ব্যক্তিত্ব দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক সংবাদপত্র প্রকাশনার ক্ষেত্রে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা ছিল বাংলাদেশের সংবাদপত্র এবং সাংবাদিকতার অনন্য সংযোজন। তাঁর এই গৌরব গাথা একুশে পদকের জন্য চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরীসহ নির্বাহী কমিটি, হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে অভিনন্দন।
তনজিমুল মোছলেমিন এতিমখানা : স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র ‘দৈনিক আজাদীর’ সম্মানিত সম্পাদক, চট্টগ্রাম তথা দেশের কৃতীসন্তান লায়ন এম এ মালেক সাংবাদিকতায় একুশে পদক-২০২২ মনোনিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তনজিমুল মোছলেমিন এতিমখানার সভাপতি অধ্যাপক ড. আ.ফ.ম খালিদ হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক হাকীম মাওলানা জামাল উদ্দীন হেজাযী, তত্ত্বাবধায়ক হাফেজ মোহাম্মদ আমানউল্লাহ সহ সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন জীবন্ত এই কিংবদন্তি সাংবাদিক চট্টগ্রামের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। নেতৃবৃন্দ আজাদী সম্পাদক লায়ন এম.এ. মালেকের সুস্থ, দীর্ঘায়ু ও আলোকিত জীবন কামনা করেন।