এম এ মালেকের একুশে পদক লাভ তাঁর কাজেরই স্বীকৃতি

বিভিন্ন সংগঠনের অভিনন্দন ও শুভেচ্ছা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১০ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৩১ পূর্বাহ্ণ

দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক সাংবাদিকতায় একুশে পদকের জন্য মনোনীত হওয়ায় বিভিন্ন ব্যক্তি ও সংগঠন অভিনন্দন জানিয়েছেন।
জিপিএইচ ইস্পাত : দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক একুশে পদকে মনোনীত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জিপিএইচ ইস্পাত লিমিটেড। গতকাল জিপিএইচ পরিচালনা পর্ষদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন মিডিয়া এডভাইজার অভীক ওসমান। তিনি গ্রুপ চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুলের পক্ষ থেকে দুটি অভিনন্দন পত্র ও হস্তান্তর করেন। এতে মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, এম এ মালেক তৃণমূল থেকে কাজ করে উঠে আসা এক সাংবাদিক। যিনি ৬ দফা আন্দোলনের ছবি তুলতে গিয়ে গ্রেপ্তার হয়েছিলেন। তার পদক প্রাপ্তির সংবাদে জিপিএইচ ইস্পাত চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর কবির, গ্রুপ চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল তাঁকে টেলিফোন মারফত শুভেচ্ছা জানান।
সঙ্গীত পরিষদ : দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক একুশে পদকে ভূষিত হওয়ায় সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সঙ্গীত পরিষদের সভাপতি মেজর জেনারেল (অব.) আব্দুল মতিন, সহ-সভাপতি প্রফেসর প্রনব মিত্র চৌধুরী, জসীম মোস্তফা, সম্পাদক তাপস হোড়, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ ওস্তাদ স্বর্নময় চক্রবত্তী, কোষাধ্যক্ষ মীর নাজমুল আহসান রবিন, সদস্য সাইফুর রহমান চৌধুরী, মুহাম্মদ সাজিদুল হক হাসান, ওমর আলী ফয়সাল, এডভোকেট অমিত কুমার দে ও অধ্যাপক দেবাশীষ রুদ্রসহ পরিচালনা কমিটির সকলে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সন্দীপনা : দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক একুশে পদকে ভূষিত হওয়ায় সন্দীপনা কেন্দ্রীয় সংসদ, দেশ ও বিদেশের সকল শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়। সংগঠনের পক্ষ থেকে সন্দীপনার প্রতিষ্ঠাতা পরিচালক ভাস্কর ডি.কে. দাশ মামুন, কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা যদু গোপাল বৈষ্ণব, লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া, সংগঠক হাবিবুর রহমান হাবিব, অধ্যক্ষ শেখ এ রাজ্জাক রাজু, সংগঠক নিবেদিতা আচার্য, প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশ, বাচিক শিল্পী মেজবাহ উদ্দিন চৌধুরী, এমরান হোসেন মিঠু, জাহানারা পারুল, সংগঠক মোশারফ হোসেন খান রুনু, মহেশখালী শাখা সভাপতি, ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম, সম্পাদক তুষার কান্তি দে প্রমুখ অভিনন্দন জানান।
ইসলামিক ফ্রন্ট, মহানগর : দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক একুশে পদকে ভূষিত হওয়ায় ইসলামিক ফ্রন্ট, মহানগর সভাপতি এ এইচ এম মজিবুল হক পক্ষ অভিনন্দন জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধশ্রমিক কর্মচারীদের দাবি আদায়ে ওয়াসার এমডির কার্যালয় ঘেরাও
পরবর্তী নিবন্ধফুল দিতে এসে সংঘর্ষে দুই গ্রুপ, আহত ৪