এম এ মান্নানের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ

| বুধবার , ২১ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৪৯ পূর্বাহ্ণ

মুক্তিযুদ্ধকালীন বিএলএফ ইস্টার্ন জোনের অধিনায়ক চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মন্ত্রী জননেতা মরহুম এম এ মান্নানের ১৩তম মৃত্যুবর্ার্ষিকী আজ। এ উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আজ বুধবার দামপাড়াস্থ আলাদি জমাদার জামে মসজিদে সকাল ৯টায় খতমে কোরআন, দোয়া মাহফিল ও সকাল ১০টায় মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ এবং বেলা ১১টায় কাজীর দেউরীস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন হল আইসিসিতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। তাছাড়া চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ মরহুম এম এ মান্নানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ, জেয়ারত ও পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ। জয় বাংলা সাংস্কৃতিক ঐক্য জোট চট্টগ্রামের উদ্যোগেও মরহুম এম.এ মান্নানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ বাদ আছর টেরিবাজার নুর মার্কেট মসজিদে মরহুমের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশহীদ মুরিদুল আলমের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধদোহাজারী রুট ৮ দিন পর সচল ডেমু ট্রেন