এম এ আজিজের এক দফাই আজকের স্বাধীন বাংলাদেশ

আলোচনা সভায় মোশাররফ

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ১২ জানুয়ারি, ২০২১ at ৬:৩৮ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, স্বাধীনতার প্রশ্নে এম এ আজিজের এক দফাই আমাদের আজকের স্বাধীন বাংলাদেশ। এখন বাংলাদেশ রক্ষায় একই এক দফা হলো জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা। এতেই এম এ আজিজ এবং স্বাধীনতার জন্য আত্মত্যাগীকারী ৩০ লক্ষ বাঙালির স্বপ্নপূরণ সম্ভব হবে। স্বাধীনতাকে রক্ষার জন্য সর্বাত্মক লড়াই অব্যাহত রাখতে হবে। কারণ বাংলাদেশ এখনও নিরাপদ নয়। একজন খালেদা জিয়া স্বাধীনতা বিরোধীদের নেতৃত্ব দিচ্ছেন। তিনি গতকাল সোমবার উত্তর হালিশহরে জননেতা আজিজের ৫০ তম মৃত্যুবার্ষিকীতে তাঁর মাজার প্রাঙ্গনে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাপতির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, এম এ আজিজ ৬ দফাকে ১ দফা পরিণত করার প্রধান উদ্যোক্তা। তিনি বাঙালির আশা জাগানিয়া শক্তির প্রেরণা হয়ে চিরঞ্জীব হয়ে থাকবেন। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, এম এ আজিজ মহান মুক্তিযুদ্ধের অন্যতম রূপকার। মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চসিক মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বলেন, এম এ আজিজ এ দেশে মাটি ও মানুষের স্বরাজ প্রতিষ্ঠার আদর্শিক বাতিঘর।
আজিজ-জহুর আমাদের অহংকার। শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী লায়ন মোহাম্মদ হোসেন, যুবলীগের কেন্দ্রীয় নেতা বদিউল আলম বদি, মরহুমের সন্তান কার্যনির্বাহী সদস্য সাইফু্‌দ্িদন খালেদ বাহার, আবদুল লতিফ টিপু, রেজাউল করিম কায়সার, ৩৭ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুল মান্নান, নাজিমুল ইসলাম মজুমদার। এর আগে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ, কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন এম এ আজিজ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোজাফফর আহমদ।

উত্তর জেলা আওয়ামী লীগ : এম এ আজিজের ৫০ তম মৃত্যুবার্ষিকীতে মরহুমের কবরে পুস্পস্তব অর্পণ করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান, অধ্যাপক মো. মঈনুদ্দীন, মো. আবুল কালাম আজাদ, মহিউদ্দীন আহমেদ রাশেদ, জসিম উদ্দীন শাহ, জাফর আহমেদ, বেদারুল আলম চৌধুরী বেদার, শওকত আলম, ডা. মো. মোস্তফা, মো. নুর খান, এম এ আজিজের সন্তান সাইফুদ্দীন খালেদ বাহার, রাশেদ খান মেনন, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
চসিক প্রশাসকের পক্ষে শ্রদ্ধা : চসিক প্রশাসক খোরশেদ আলম সুজনের পক্ষে এম এ আজিজের ৫০ তম মৃত্যুবার্ষিকীতে মরহুমের হালিশহর মুনির নগর এলাকার বাসভবনস্থ পারিবারিক কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন চসিক কর্মকর্তারা। শ্রদ্ধা নিবেদনকালে প্রশাসকের একান্ত সচিব মো. আবুল হাশেম, অতিরিক্ত প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদ আলম চৌধুরী, চসিক জাতীয় শ্রমিক কর্মচারী লীগ (সিবিএ) এর সভাপতি ফরিদ আহমদ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, যুগ্ম সম্পাদক রতন দত্ত ও প্রশাসকের সহকারী একান্ত সচিব স্বরুপ দত্ত রাজু উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণকালে এক মিনিট নিরবে দাঁড়িয়ে থেকে প্রয়াত এই নেতার বিদেহী আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জানান কর্পোরেশনের কর্মকর্তারা।
অবিনাশী ৭১ : এম এ আজিজের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরীর ভান্ডার মার্কেটে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ড. জিনবোধি ভিক্ষু। আবদুর রহিম এম এ আজিজের বর্ণাঢ্য জীবনের উপর প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দ মাহমুদুল হক। আলোচনা করেন-সৈয়দ মোহাম্মদ জাকারিয়া, পিনাকী দাশ, আকরাম হোসেন সবুজ, সাখাওয়াত হোসেন স্বপন, দেবাশীষ নাথ প্রমুখ। মরহুমের কবর প্রাঙ্গনে মো. রেদোয়ানের সভাপতিত্বে ও আবু তৈয়ব ছিদ্দিকীর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার পূর্বে মরহুমের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এম এ আজিজের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের কবর জেয়ারত, ফাতেহা ও দোয়া পাঠ শেষে মরহুমের স্মরণে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে হালিশহরস্থ উত্তরা ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কমান্ডার এম এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা মুছা আল নুরী, বীর মুক্তিযোদ্ধা মো. ইদ্রিস, খন্দকার মাহবুবুল আলম, অধ্যাপক মো. নাজিম উদ্দিন প্রমুখ। পরে পাঠাগারের উপদেষ্টা শিক্ষাবিদ প্রফেসর অধ্যক্ষ ফজলুল হকের শারীরিক সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের সহায়ক হিসেবে কাজ করতে আগ্রহী তুরস্ক
পরবর্তী নিবন্ধতাপস ও সাঈদ খোকন মুখোমুখি