এম আলী আজগর চৌধুরী জনকল্যাণে কাজ করে গেছেন

নাগরিক কমিটির শোকসভায় ব্যারিস্টার আনিস

| রবিবার , ৩০ জানুয়ারি, ২০২২ at ৬:১০ পূর্বাহ্ণ

ফতেয়াবাদ নাগরিক কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলহাজ্ব এম আলী আজগর চৌধুরীর স্মরণে ফতেয়াবাদ নাগরিক কমিটির শোকসভা আলী নাসের চৌধুরীর সভাপতিত্বে ও এস এম মোরশেদুল আলম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। তিনি বলেন আলী আজগর চৌধুরী মৃত্যুর আগ পর্যন্ত এলাকার জনকল্যাণে ও মানবসেবায় কাজ করে গেছেন। স্বাগত বক্তব্য রাখেন এস এম দিদার। বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব ইউনুস গণি চৌধুরী, আলহাজ্ব এম মঞ্জুরুল আলম চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম রাশেদুল আলম, অধ্যাপক ডা. মো. কামাল উদ্দীন, অধ্যাপক ড. সজীব কুমার ঘোষ, কাউন্সিলর আলহাজ্ব গাজী এম. শফিউল আজিম, ইউপি চেয়ারম্যান হাসান জামান বাচ্চু। বক্তব্য রাখেন এম.এ কাসেম, মো. আবুল কদর, কাজী এনামুল হক, অধ্যাপক শ্রীমান কান্তি ঘোষ, এম জাহাঙ্গীর আলম, অধ্যাপক মির্জা মো. শহিদুল্লাহ, ইউছুফ মুহম্মদ, অধ্যাপক আলী আজগর চৌধুরী, জিয়া আমানত নয়ন, সৈয়দ মঞ্জুরুল আলম, অধ্যাপক ড. আলী আরশাদ চৌধুরী, মো. আবু লাইছ, মো. শরিফ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম স্টীল রি-রোলিং মিলস ওনার্স এসোসিয়েশনের সভা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দর মার্চেন্ট শ্রমিকদের মতবিনিময়