নাসিরাবাদ স্পোর্টিং ক্লাব আয়োজিত এমেচার ক্রিকেট লীগের তৃতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছে হাক্কানী ক্রিকেট ক্লাব। গতকাল অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় হাক্কানী ক্রিকেট ক্লাব সুপার ওভারে ১৭ রানে চিটাগং মাস্টার্সকে পরাজিত করে শিরোপা জিতে নেয়। টসে জিতে প্রথমে বল করার সিদ্বান্ত নেয় হাক্কানী সিসি। চিটাগং মাস্টার্স ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে ইমরান ৩৮, সাবিব ৮২, ইকরাম ৩৫ এবং আরাফাত ২১ রান করেন। হাক্কানীর আদনান ৪২ রান দিয়ে ২টি উইকেট নেন। ১৮৫ রানের জবাবে খেলতে নেমে হাক্কানী ৪৬ রানে ৪ উইকেট হারায়। এরপর মানিক এবং আদনানের ৫৭ রানের জুটিতে খেলায় ফিরে হাক্কানী। দলীয় ১০৩ রানের সময় মানিক ৩২ রান করে বিদায় নেয়ার পর আলমকে সাথে নিয়ে আদনান ৭৬ রানের জুটি গড়েন। আদনান ৯৫ রান করে সাজঘরে ফিরেন আর আলম করেন ২১ রান। কিন্তু হঠাৎ করেই তাড়াহুড়া করতে গিয়ে হাক্কানী ৯ উইকেট হারিয়ে ১৮৪ রান করে খেলা টাই হয়ে যায়। চিটাগং মাস্টার্সের আরাফাত ২৭ রাসে ৩টি, নাঈম, মইনুল, আদনান, মিঠু, সুমন সকলে ১টি করে উইকেট নেন। সুপার ওভারে প্রথমে ব্যাট করে হাক্কানী আলমের তান্ডবে ৩০ রান সংগ্রহ করে। আলম ৪টি ওভার বাউন্ডারীর সাহায্যে ৪ বলে ২৪ রান করেন। অতিরিক্ত থেকে আসে ৫ রান। ৩১ রানের টার্গেটে খেলতে নেমে সাবিব ২টি ছক্কা মারেন। তারা মোট ১৩ রান করেন ৬ বলে। ফলাফল হাক্কানী ক্রিকেট ক্লাব ১৭ রানে জয়ী এবং এবারের আসরের চাম্পিয়ন হয়। হাক্কানী ক্রিকেট ক্লাবের আদনান তার অলরাউন্ড নৈপুন্যের জন্য ম্যাচ সেরা হন। খেলা শেষে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন নাসিরাবাদ স্পোর্টিং ক্লাবের সিনিয়র সহ সভাপতি তৌফিকুল ইসলাম বাবু।
এসময় আরো উপস্থিত ছিলেন চিটাগং শপিং কমপ্লেক্স এর সাবেক সেক্রেটারী মোর্শেদ উদ্দিন আহমেদ চৌধুরী, আহমেদ অর্কিড এর সত্বাধিকারী শাহনেওয়াজ আহমেদ মানু, হাক্কানী গ্রুপের ডিএমডি মোর্শেদুল কবির চৌধুরী, সিএসটিসি হাসপাতালের অর্থ সম্পাদক রিয়াদ মাহমুদ চৌধুরী, এজে কনস্ট্রাকশনের সিইও আশফাক শাহরিয়ার অপু, চট্টগ্রাম উইজার্ডের সাংগঠনিক সম্পাদক আদনান তালুকদার, হযরত সুফি স্পোর্টস গুডসের স্বত্বাধিবারী আমেরিকা প্রবাসি এলি জাবেদ, জুবিলি ট্রেডিং কোং এর স্বত্বাধিকারী আতিক মাসুম। সমাপনী অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক এরফানুল ইসলাম খান লাবু। এবার টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করেন এজে কনস্ট্রাকশন, জুবিলি ট্রেডিং, হাক্কানী গ্রুপ, সিএসটিসি হসপিটাল, চট্টগ্রাম উইজার্ড, হযরত সুফি গুডস। এবারের টুর্নামেন্টের সেরা ব্যাটার চিটাগং মাস্টার্সের সাবিব, সেরা বোলার চিটাগং মাস্টার্সের আরাফাত, ম্যান অফ দা টুর্নামেন্ট হাক্কানী ক্রিকেট ক্লাবের আদনান, সেরা ফিল্ডার হাক্কানী বি টিমের রফিক, পুরো টুর্নামেন্টের সবচেয়ে বেশি ২৭টা ছক্কা হাকিয়ে স্পেশাল এওয়ার্ড পান চিটাগং মাস্টার্সের সাবিব।