নাসিরাবাদ স্পোর্টিং ক্লাব আয়োজিত এমেচার ক্রিকেট লিগের তৃতীয় আসরে গতকাল শনিবারও দুটি খেলা অনুষ্ঠিত হয়। কোয়ালিটি মাঠে অনুষ্ঠিত দিনের ১ম খেলায় হাক্কানী ‘বি’ টিম ২ উইকেটে হোয়াইট ফ্যালকনকে পরাজিত করে। ফ্যালকন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে। দলের পক্ষে সাইফুদ্দিন টিটু ৩০, আব্দুল্লাহ মাসুম ২৬ এবং সামসেদুল্লাহ রাজিব ৩৯ রান করেন। হাক্কানী ‘বি’ টিমের তারেক, প্রেম, ইকবাল এবং আনসার যথাক্রমে ২টি করে উইকেট নেন।
১৭১ রানের লক্ষ্যে রফিক, হিমেল এবং তারেকের দারুন ব্যাটিংয়ের সৌজন্যে ৩ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছায় হাক্কানী ‘বি’ টিম। রফিক ৩৭, হিমেল ২১ এবং তারেক অপরাজিত ৩১ রান করেন। ফ্যালকনের মারুফ ১৪ রান দিয়ে ৩টি উইকেট নেন। হাক্কানি ‘বি’ টিমের তারেক অলরাউন্ড নৈপুন্যের জন্য ম্যাচ সেরা হন। তার হাতে পুরস্কার তুলে দেন ডা. আনসার মাহমুদ এবং হাক্কানী ‘বি’ টিমের ম্যানেজার মাসুদ।
দিনের ২য় খেলায় হাক্কানী ক্রিকেট ক্লাব ৬ উইকেটের বড় ব্যবধানে আগ্রাবাদ মাস্টার্সকে পরাজিত করে। টসে জিতে ব্যাট করে আগ্রাবাদ মাস্টার্স নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১০৭ রান সংগ্রহ করে। দলের হয়ে একাই লড়ে যান আগ্রাবাদের ফারুক টিটো। তিনি ৪৫ বলে ৫৭ রান করেন। হাক্কানী ক্রিকেট ক্লাবের আদনান ১৯ রান দিয়ে ৪টি এবং রবিউল ২৫ রান দিয়ে ২টি উইকেট নেন। ১০৮ রানের জবাবে হাক্কানি ক্রিকেট ক্লাব ৪ উইকেট হারিয়ে লক্ষে পৌঁছে। দলের পক্ষে রাজু ৩২ এবং আদনান ৩৫ রান করেন। আগ্রাবাদের মশিউর ২৮ রান দিয়ে ২টি উইকেট নেন। হাক্কনি ক্রিকেট ক্লাবের আদনান তার অলরাউন্ড নৈপুন্যের জন্য ম্যাচ সেরা হন। তার হাতে পুরস্কার তুলে দেন সাইফুর রহমান।