নাসিরাবাদ স্পোর্টিং ক্লাবের আয়োজনে এমেচার ক্রিকেট লিগের দ্বিতীয় দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় নাইনটিজ উইলো ১ রানে হাক্কানী ক্রিকেট ক্লাবকে পরাজিত করে। সকালে টসে জিতে ব্যাট করে নাইনটিজ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে ৪০ রান করেন জকি, ৩৪ রান করেন রাশেদ। হাক্কানী ক্রিকেট ক্লাবের তানেক ২৮ রান দিয়ে ৪টি উইকেট দখল করেন। জবাবে আরিফ এবং রফিকের অসাধারণ ব্যাটিংয়ের পরও তীরে এসে তরী ডুবায় হাক্কানী। আরিফ ৪২ এবং রফিক ৪০ রান করেন। শেষ ওভারে যখন ১২ রান দরকার তখন নাইনটিজের সাইফুদ্দিন মানিক ১০ রান দিয়ে ম্যাচ জেতান। মানিক ২৯ রান দিয়ে ২টি উইকেট নেন এবং ম্যাচ সেরা হন। আলি জাকের রাজু অপরাজিত ৬৩ রান করে ম্যাচ সেরা হন। দিনের দ্বিতীয় খেলায় চিটাগং মাস্টার্স ৫ উইকেটে হোয়াইট ফ্যালকনকে পরাজিত করে। চিটাগং মাস্টার্স টসে জিতে বোলিং করার যে সিদ্ধান্ত নেয় তা তাদের বোলাররা প্রমাণ করেন। মাত্র ৯১ রানে অলআউট হয় হোয়াইট ফ্যালকন। দলের পক্ষে রাজেশ ২২ এবং রানা ১৭ রান করেন। চিটাগং মাস্টার্সের আরাফাত ৪ ওভার বল করে এক মেডেনসহ ৯ রান দিয়ে ৫টি উইকেট নেন। জবাবে সাবিবুল আজম এবং ইমরানের ব্যাটিংয়ে ৫ উইকেটের জয় পায় তারা। সাবিব ৩০ এবং ইমরান ২৭ রান করেন। হোয়াাইট ফ্যালকনের রাজিব ১৬ রান দিয়ে ৪টি উইকেট নেন। চিটাগং মাস্টার্সের আরাাফাত ম্যাচ সেরা হন। তার হাতে পুরস্কার তুলে দেন মো. ফারুক টিটো।