নাসিরাবাদ স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় আয়োজিত আম্বিয়া গ্রুপ এমেচার ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চিটাগং মাস্টার্স। গতকাল শনিবার সাগরিকাস্থ মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় তারা ৭০ রানে আগ্রাবাদ মাস্টার্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টসে জিতে ব্যাট করতে নেমে চিটাগং মাস্টার্স নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাজা ২৯, অপু ১৭, নাঈম ২১, এবং রিয়াদ ২৫ রান করেন। আগ্রাবাদ মাস্টার্সের সুমন ১৯ রানে ৪টি উইকেট দখল করেন। ইশতিয়াক ও জামশেদ ২টি করে উইকেট নেন। ১৩৪ রানের লক্ষে খেলতে নেমে শুরুতে বিপদে পড়ে যায় আগ্রাবাদ মাস্টার্স। এক পর্যায়ে ৫০ রানে ৬ উইকেট হারিয়ে বসে তারা। পরে সব উইকেট হারিয়ে মাত্র ৬৩ রান করতে সক্ষম হয় আগ্রাবাদ মাস্টার্স। চিটাগং মাস্টার্সের মাহতাব ৩টি উইকেট পান। পিপলু, রিয়াদ এবং সনি ২টি করে উইকেট নেন। ম্যান অফ দা ফাইনাল নির্বাচিত হন চিটাগং মাস্টার্সের মাহতাব উদ্দিন আহমেদ। আগ্রাবাদ মাস্টার্সের মো. ফারুক টিটো ১৭২ রান সংগ্রহ করে সেরা ব্যাটসম্যান, একই দলের ইশতিয়াক ১২ উইকেট দখল করে সেরা বোলার, মুরাদ চৌধুরী সেরা ফিল্ডার নির্বাচিত হন। চিটাগাং মাস্টার্সের নাঈম উদ্দিন ১০৭ রান এবং ৭ উইকেট নিয়ে ম্যান অফ দা টুর্নামেন্ট হন। আগ্রাবাদ মাস্টার্সের সুমন সাহা ১১৪ রান এবং ১১ উইকেট নিয়ে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দা টুর্নামেন্ট নির্বাচিত হন।
খেলা শেষে পুরস্কার বিতরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এবং সিজেকেএস সহসভাপতি দিরারুল আলম চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন নাসিরাবাদ স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি তৌফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক যাহেদুর রহমান, সাধারন সম্পাদক এরফানুল ইসলাম লাবু, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সামু, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আবুল হাশেম রাজা, টুর্নামেন্টের চিফ কো অর্ডিনেটর আইনুল কবির জিতু, টুর্নামেন্ট কমিটির সম্পাদক কফিল উদ্দিন, যুগ্ম সম্পাদক ইমতিয়াজ পায়েল প্রমুখ।