এমি ইনডোর ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

| মঙ্গলবার , ২৯ আগস্ট, ২০২৩ at ১১:৪৭ পূর্বাহ্ণ

এমি ইনডোর ফুটবল টুর্নামেন্ট গত ২৪ আগস্ট রাতে চান্দগাঁওস্থ সিকো এরিনায় সম্পন্ন হয়। ফাইনাল খেলায় বি ফ্রেশ লিমিটেড এবং কৌশলী বি রিচ লিমিটেড ফুটবল একাদশ অংশ নেয়। ফাইনালের নির্ধারিত সময়ে খেলা ড্র থাকলে খেলা গড়ায় টাইব্রেকারে। তবে দু’দফা টাইব্রেকারেও কেউ কাউকে হারাতে পারেনি। পরে ম্যাচ রেফারি ও আয়োজক কমিটির প্রধানের সিদ্ধান্তে দু’দলকেই যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমি ট্রাভেল টেকনোলজি লিমিটেডের চেয়ারম্যান মো. শামসু্‌ল ইসলাম এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক কাজী রফিকুল হাসান, মানব সম্পদ ব্যবস্থাপনা ও প্রশাসন বিভাগের পরিচালিক মেজবিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। অতিথিরা বিজয়ী দলের খেলোয়াড়দের ২৪ ক্যারেটের রূপার পদক পরিয়ে দেন এবং বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধচিকিৎসার জন্য এবাদত গেছেন লন্ডনে জ্বর না কমায় লিটন যেতে পারেননি কলম্বো
পরবর্তী নিবন্ধশেখ রাসেল একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আবদুস সোবহান ফুটবল দল