এমি অ্যাওয়ার্ডস বাজিমাৎ করল ‘অ্যাডোলেসেন্স’

| মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:১৯ পূর্বাহ্ণ

এমি অ্যাওয়ার্ডেসের ৭৭তম আসরে বাজিমাত করেছে নেটফ্লিক্সের আলোচিত সিরিজ ‘অ্যাডোলেসেন্স’। সেরা লিমিটেড বা অ্যান্থলজি, সেরা অভিনেতা, সেরা পরিচালক, সেরা স্ক্রিপ্ট, সেরা পার্শ্ব অভিনেতা, সেরা পার্শ্ব অভিনেত্রীএই ছয় শাখায় পুরস্কার জিতেছে সিরিজটি। এই সিরিজে অসাধারণ অভিনয়ের জন্য সবচেয়ে কম বয়সী পুরুষ অভিনেতা হিসেবে এমি জিতে রেকর্ড গড়লেন ১৫ বছর বয়সী আওয়েন কুপার। ‘অ্যাডোলেসেন্স’ সিরিজে কুপার জেমি মিলার চরিত্রে অভিনয় করেছেন। লিমিটেড সিরিজে সেরা সহ অভিনেতা হিসেবে পুরস্কার জিতেছেন কিশোর। কুপার বলেন, এমি জেতার অভিজ্ঞতা অবিশ্বাস্য। যুক্তরাষ্ট্রের টেলিভিশন দুনিয়ায় সবেচয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা করা হয় রোববার লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে। এবারের আসরের সঞ্চালা করেন কৌতুক অভিনেতা বারগেৎজি। এছাড়া পুরস্কার পেয়েছে আলোচিত কমেডি সিরিজ ‘দ্য স্টুডিও’ ও ড্রামা সিরিজ ‘দ্য পিট’।

পূর্ববর্তী নিবন্ধ১৭ দিন পর ঢাকা মেডিকেল ছেড়েছেন নুর
পরবর্তী নিবন্ধধর্মীয় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞান চর্চা করতে হবে