বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সদস্যপদ পেয়েছেন। মাশরাফির আগে প্রথম বাংলাদেশি হিসেবে এই সম্মান পেয়েছিলেন সংগঠক ও সাবেক বিসিবি সভাপতি সাবের হোসেন চৌধুরী। এ দফায় মোট ১৯ জনকে আজীবন সম্মাননা দিয়েছে এমসিসি। তাদের একজন মাশরাফি। এর আগে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্য হয়েছিলেন। তবে জুয়াড়ির প্রস্তাব গোপন করে নিষিদ্ধ হওয়ার পর তিনি পদত্যাগ করেন। ক্রিকেটারের বাইরেও এবার দুজন এমসিসির সম্মাননা পেয়েছেন। এর মধ্যে জেন পাওয়েল গত বছরের শেষে ইসিবির ডিজেবিলিটি পারফরম্যান্স ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছেন। ১৯ জনের তালিকায় সবচেয়ে বেশি ৫ জন রয়েছে ভারতের। এর মধ্যে দুই নারী ক্রিকেটার ঝুলন গোস্বামী ও মিতালি রাজ আছেন। এছাড়া পাকিস্তানের একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন মোহাম্মদ হাফিজ।