এমরান চৌধুরী ছিলেন বহুমাত্রিক লেখক

চন্দনাইশে স্মরণসভায় বক্তারা

| মঙ্গলবার , ৯ ডিসেম্বর, ২০২৫ at ১০:২৬ পূর্বাহ্ণ

শিশুসাহিত্যিক কবি এমরান চৌধুরীর স্মরণে চন্দনাইশের পূর্ব কেশুয়া হযরত হোসেন শাহ (রহ.) মাদরাসার আয়োজনে দোয়া মাহফিল ও স্মরণ সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাসিক তরজুমানের নির্বাহী সম্পাদক, টিআইসির পরিচালক অভীক ওসমান। প্রধান আলোচক ছিলেন বরকল আবদুল হাইআনোয়ারা বেগম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নুরুল কবির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সেনবাগ সুলতান মাহমুদ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ড. শিব প্রসাদ শুর ও সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল। সভাপতিত্ব করেন ভাটিখাইন মির্জা আলীলেদু শাহ মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুল মাবুদ ইসলামাবাদী। সঞ্চালনা করেন মাদরাসা সুপার জান্নাতুল ফেরদৌস। বক্তব্য দেন, হাফেজ মাওলানা হাফেজ মুহাম্মদ রেজাউল করিম, জান্নাতুল ফেরদৌস আলিফা, নাছরিন আক্তার, মাওলানা মুহাম্মদ রিদোয়ান, মাহফুজুল করিম, শরীফুল ইসলাম, নূর মোহাম্মদ, জোহরা বেগম, কুসুম আকতার প্রমুখ।

স্মরণসভায় বক্তারা বলেন, শিশুসাহিত্যিক হিসেবে পরিচিত হলেও তিনি বহুমাত্রিক লেখক ছিলেন। ধর্ম, জীবনী, গবেষণা, ছড়া, কবিতা, প্রবন্ধ, গল্প, নাটক, রম্য রচনা, ভ্রমণ কাহিনি প্রায় সবক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। দীর্ঘ চার দশকের বেশি সময় সাহিত্যচর্চা করেছেন। সরকারি চাকরিজীবি হয়েও লেখালেখিকে প্রাধান্য দিয়েছেন। তিনি সম্পদের লোভ না করে সমাজ পরিবর্তন ও উন্নয়নে নিজের মেধা বিনিয়োগ করেছেন।

তিনি চন্দনাইশ তথা কেশুয়াকে সাহিত্য চর্চার মাধ্যমে ব্যাপক পরিচিত করেছেন। এমরান চৌধুরীর মাগফেরাত কামনা করে মাদরাসায় খতমে কোরআন, খতমে খাজেগান, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে ইয়াবাসহ যুবক আটক
পরবর্তী নিবন্ধলাকী প্লাজায় উইন্টার মেগা ফেস্টিভ্যাল উদ্বোধন