এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৯১ দশমিক ২৫ । পাসের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ

| সোমবার , ১৫ ডিসেম্বর, ২০২৫ at ৬:১৬ পূর্বাহ্ণ

চলতি ২০২৫২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেলের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গতকাল রোববার বিকালে প্রকাশিত ফল অনুযায়ী, বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজ ও ইউনিটে ভর্তির জন্য পাঁচ হাজার ৬৪৫ জন নির্বাচিত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং এসএসসিসমমান ও এইচএসসিসমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থেকে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী প্রাথমিকভাবে তাদের নির্বাচিত করা হয়েছে। খবর বিডিনিউজের।

ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৯১ দশমিক ২৫ জানিয়ে মন্ত্রণালয় বলছে, স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে (https://result.dghs.gov.bd/mbbs) পরীক্ষার ফল জানা যাবে।

গত শুক্রবার দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে এমবিবিএসবিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইউনিটগুলোতে এমবিবিএস কোর্সে আসন রয়েছে পাঁচ হাজার ১০০টি এবং বিডিএস কোর্সের আসন সংখ্যা ৫৪৫টি। এবছর বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজে আসন রয়েছে সাত হাজার ৩৬১টি, যার মধ্যে এমবিবিএস আসন ছয় হাজার একটি এবং বিডিএসে আসন সংখ্যা এক হাজার ৩৬০টি। সবমিলিয়ে ১৩ হাজার ৬টি আসনের বিপরীতে এ বছর মোট আবেদনকারী ছিলেন ১ লাখ ২২ হাজার ৬৩২ জন, এদের মধ্যে পুরুষ ৪৯ হাজার ২৮ জন এবং নারী ৭৩ হাজার ৬০৪ জন । ভর্তি পরীক্ষায় ৯৮ দশমিক ২১ শতাংশ প্রার্থী বা ১ লাখ ২০ হাজার ৪৪০ জন অংশ নিয়েছিলেন জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বলছে, ভর্তি পরীক্ষায় মোট পাস করা পরীক্ষার্থীর সংখ্যা ৮১ হাজার ৬৪২ জন বা পাসের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ। বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ বা ইউনিটে আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদনের পর বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল প্রণীত ভর্তি নীতিমালা২০২৬ অনুযায়ী ‘পরবর্তীতে’ শিক্ষার্থী নির্বাচন করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রধান উপদেষ্টাকে জাতিসংঘ মহাসচিবের ফোন
পরবর্তী নিবন্ধশ্রদ্ধার ফুল, মোমের আলোয় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ