এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ গ্রাজুয়েটদের শপথ গ্রহণ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ

| শুক্রবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৪ at ৮:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডাঃ অসীম কুমার বড়ুয়ার সভাপতিত্বে ফাইনাল পেশাগত এমবিবিএস পরীক্ষায় সদ্য উত্তীর্ণ গ্রাজুয়েটদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ মোঃ মোরশেদ হোসাইন। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের ম্যানেজিং ট্রাস্টি এবং পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম আজাদ ও ট্রাস্টি বোর্ডের ট্রেজারার অধ্যক্ষ লায়ন ডঃ মোহাম্মদ সানাউল্লাহ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের উপদেষ্টা এবং প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডাঃ এ.এস.এম. মোস্তাক আহমেদ, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ নুরুল হক, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ও একাডেমিক কোঅর্ডিনেটর অধ্যাপক ডাঃ অনুপম বড়ুয়া এবং মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও ইন্টার্ন কোঅর্ডিনেটর ডাঃ রজত সঙ্কর রায় বিশ্বাস। এছাড়াও অভিভাবকের পক্ষ থেকে ডাঃ সৈয়দা মেহরিন হোসাইনের পিতা সৈয়দ জাহিদ হোসাইন চৌধুরী ও ডাঃ মুনাসিব সাইয়ার হকের মাতা দিলরুবা আখতার চৌধুরী এবং উত্তীর্ণ গ্রাজুয়েটদের মধ্যে ডাঃ প্রমিতি বনিক ও ডাঃ মিনহাজুল আবেদীন রবিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলোয়াত পাঠ করেন হাফেজ মৌলানা মোঃ জসিম উদ্দিন। মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডাঃ আয়েশা মোহাম্মদ ওসমানের সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠানে ফাইনাল পেশাগত এমবিবিএস পরীক্ষা নভেম্বর২০২৩ এর সর্বমোট ৭৭ জন উত্তীর্ণ গ্রাজুয়েট শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান সৈয়দ মোঃ মোরশেদ অধ্যাপক এবং সহকারী অধ্যাপক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন হোসাইন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলক্ষ্মীপুরের মান্দারীতে ইস্টার্ন ব্যাংকের উপ-শাখা উদ্বোধন
পরবর্তী নিবন্ধচিহ্নিত একটি মহল মাজারে হামলা-ভাঙচুর করছে