চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে মেডিকেল কলেজগুলোর এমবিবিএস ও বিডিএসের ৩য় পেশাগত (থার্ড প্রফেশনাল) পরীক্ষার (মে, ২০২১) ফলাফল প্রকাশিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খানের হাতে ফলাফলের সার-সংক্ষেপ তুলে দেন পরীক্ষা নিয়ন্ত্রক মো. দেলোয়ার হোসেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বেসিক মেডিকেল সাইন্স এন্ড প্যারা ক্লিনিক্যাল সাইন্স অনুষদের ডিন ও চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. হাফিজুল ইসলাম, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ফল প্রকাশের তথ্য নিশ্চিত করে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, এমবিবিএস পরীক্ষায় ৭৪.৪১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আর বিডিএস পরীক্ষায় পাসের হার ৭৯.৮১ শতাংশ। শিক্ষার্থীরা স্ব-স্ব কলেজ থেকে ফলাফল জানতে পারবেন।