এমপি মোছলেম উদ্দিনকে সতর্ক করল ইসি

নির্বাচনী প্রচারে অংশগ্রহণ

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৬ ডিসেম্বর, ২০২১ at ৪:৪৮ পূর্বাহ্ণ

সংসদ সদস্য হয়ে নিজ এলাকায় ইউপি নির্বাচনের প্রচারে অংশ নেয়ায় চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল শনিবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে একটি চিঠি পাঠিয়ে তাকে সতর্ক করা হয়।
নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এই চিঠিতে সংসদ সদস্যরা যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারে অংশ নিতে পারবেন না, তার ধারাসহ উল্লেখ করা হয়েছে। আচরণবিধি ভঙ্গ করা অপরাধ বলে চিঠিতে জানানো হয়। একই সাথে নির্বাচনী প্রচারে অংশ না নেওয়ার জন্যও বলা হয়েছে।
এই ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী আজাদীকে বলেন, বোয়ালখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. নুরুল ইসলাম আজকে (গতকাল) এমপি সাহেবের একটি চিঠি আমাকে দিয়েছেন। নির্বাচনের দিন এমপি সাহেবকে নির্বাচনী এলাকায় না থাকার জন্য বলেছেন। এমপি সাহেব এলাকায় নেই। উনি গত শুক্রবার ঢাকায় চলে গেছেন।
উল্লেখ্য, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ এমপি গত বৃহস্পতিবার বোয়ালখালীর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের প্রচারকাজে অংশ নিয়ে তাদের জন্য ভোট চেয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে নারী পর্যটকদের জন্য হচ্ছে বিশেষ এলাকা
পরবর্তী নিবন্ধশত কণ্ঠে বিদ্রোহী কবিতার শতবর্ষ উদযাপন