এমপি মোছলেমের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

| বুধবার , ৯ মার্চ, ২০২২ at ৭:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি ও চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ এমপির আরোগ্য কামনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল গতকাল মঙ্গলবার সকাল ১০টায় সংগঠনের আন্দরকিল্লাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ-সভাপতি ও পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এড. মির্জা কছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এড. জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, দপ্তর সম্পাদক আবু জাফর, ধর্ম সম্পাদক আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, সদস্য আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, মোহাম্মদ আলমগীর তালুকদার, লায়ন ছাবের আহমদ, মোহাম্মদ ফারুক প্রমুখ। দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মৌলানা ফজলুল কাদের। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধওএমএস নিতে কোয়ান্টের সাথে চুক্তি আইল্যান্ড সিকিউরিটিজের
পরবর্তী নিবন্ধমুরগির ভ্যাকসিন নেই একমাস বিপাকে খামারিরা