এমপি পার হবেন তাই…

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৮ জানুয়ারি, ২০২১ at ৫:৫৭ পূর্বাহ্ণ

এমপি পার হবেন, তাই কালুরঘাট সেতুতে যান চলাচল বন্ধ রাখা হয় প্রায় এক ঘণ্টা। এ সময় দগ্ধ ৬ বছরের এক শিশুকন্যাকে নিয়ে সেতুর পূর্ব পাড়ে আটকে পড়েন বোয়ালখালী উপজেলা সদরের মীর পাড়ার এনামুল হক। শিশুটির আর্তচিৎকারে সেখানে লোকজন জড়ো হয়। তারা অভিযোগ করেন, শিশুটির অবস্থা দেখে যান চলাচলের জন্য সেতু খুলে দেওয়ার অনুরোধ জানালেও টোলঘরের দায়িত্বরতরা তাতে কর্ণপাত করেননি।

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ বলেন, এ বিষয়ে আমি অবগত নই। যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে তা খুবই দুঃখজনক।
জানা যায়, গতকাল রোববার সকাল ১০টার দিকে উপজেলা সদরের মীর পাড়ার এনামুল হকের শিশুকন্যা তানজিলা ফুটন্ত গরম পানিতে ঝলসে যায়। তার স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। এরপর একটি সিএনজি টেঙি নিয়ে নগরীর উদ্দেশ্যে শিশুটিকে নিয়ে রওনা দেন স্বজনরা। কিন্তু এমপি আসার খবরে ততক্ষণে সেতুটিতে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। সময় তখন প্রায় সাড়ে ১০টা।
টেঙিচালক রহিম জানান, পূর্ব পাড় থেকে গাড়ি সেতুতে ওঠার মুহূর্তে লাইন বন্ধ করে দেয় টোল কর্তৃপক্ষ। এ নিয়ে জানতে চাইলে টোলঘরের দায়িত্বরতরা বলেন, এমপি পার হবেন, তাই সেতু বন্ধ রাখা হয়েছে। পরে স্থানীয় এমপি ১১টা ৪৫ মিনিটের দিকে বোয়ালখালী থানা পুলিশের প্রটোকলে পার হওয়ার পর পূর্ব পাড় থেকে সেতুর লাইন চালু হয়।
এ বিষয়ে টোল অফিসে কর্মরত ম্যানেজার নিজাম উদ্দীন বলেন, সকালের শিফটে আমি দায়িত্বে ছিলাম না। তাই এ বিষয়ে কিছু জানি না।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, ওই সময় আমি উপজেলা সদরে ছিলাম। এ নিয়ে কিছু জানি না।
ঘটনার সত্যতা স্বীকার করে শিশুটির মা শারমিন আকতার গত রাতে আজাদীকে বলেন, মেয়েকে নগরীর ইন্টারন্যাশনাল হাসপাতাল থেকে ব্যান্ডেজ করে বাড়িতে নিয়ে এসেছি।

পূর্ববর্তী নিবন্ধসকালে জামিনে ছাড়া পেয়ে রাতে আবার ছিনতাই করে ধরা
পরবর্তী নিবন্ধঠান্ডায় বেড়েছে শিশুদের শ্বাসকষ্ট ও ডায়রিয়া